ফালতু মিঞা জুয়েল আর তার ফালতু একটা লেখা। মন খুলে গালিগালাজ করতে পারেন।
আজকে একমাস পার হলো শাহাবাগের গনজাগরণের। প্রথম যখন শুরু হয় বন্যার মত মানুষ এসেছিল, মনে হয়েছিল জাতি জেগেছে। সবার সাথে শাহাবাগ নিয়ে অনেক তর্ক করেছি, বলেছি সাধারন মানুষের আন্দোলন, দেশ পাল্টে যাবে।
দেশ পাল্টেছ ঠিকই, কিন্তু পাল্টেছে সহিংসতার দিকে। আওয়ামীলীগ আর বি.এন.পির মত শাহাবাগও কেন যেন এখন আর মনে দাগ কাটে না। একই কথা আর শ্লোগান ভাল লাগে না।
আন্দোলনে প্রথমদিকে দেশে ছিলাম। আড্ডায় ঝড় উঠত - বলতাম বিচক্ষণ নেতৃত্ব না থাকলে এই আন্দোলনে কিছু হবে না।
ভুল প্রমানিত হয়েছিলাম। আইণ পাল্টে গেল, সাঈদীর ফাসির রায় হয়ে গেল। রায়ে আসল নতুন চমক - সাইদী নয় - রায় হল দেলু রাজাকারের। দেশ মেতে উঠল আওয়ামীলিগ, বি.এন.পি আর জামাতের রাজনৈতিক সন্ত্রাসে। সাথে যুক্ত হলো সংবাদ মাধ্যম।
কোন খবর আর আজকে বিশ্বাস করতে পারি না। আবার কোন খবর ফেলতেও পারি না।
আজকে নিজের দেয়া পুরানো পোস্টগুলো দেখছিলাম। নিজেকে ব্যাবহার করে ফেলে দেয়া টিস্যু পেপারের মত লাগছে। আমি তো তাও শুধু কিছু বন্ধুমহলের আড্ডা আর ফেসবুকের স্ট্যাটাসেই শেষ।
যারা দিনরাত শাহাবাগে ছিলেন তাদের নিশ্চই নিজেদের ধর্ষিতা/ধর্ষিত নারী-পুরুষ মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার মাতমে আমরা যে নি:শেষ হয়ে যাচ্ছি তা বোধ হয় কেউ তারা দেখছে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।