যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . .
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে বিশ্ব সংস্থা ও বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। এখানে তা সংক্ষেপে দেওয়া হলো:
জাতিসংঘের মহাসচিব
হুগো চাভেজের মৃত্যুতে তাঁর পরিবার, ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ ব্যাপারে তিনি একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠাবেন।
কিউবা
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে একটি সরকারি বিবৃতি পাঠ করা হয়েছে। এতে বলা হয়, ‘ফিদেল কাস্ত্রোর ছেলের মতো তাঁর পাশে ছিলেন চাভেজ।
’ চাভেজের মৃত্যুতে কিউবায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আর্জেন্টিনা
চাভেজের মৃত্যুতে আর্জেটিনায়ও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। চাভেজের মৃত্যুর খবর শুনে নিজের সব কর্মসূচি স্থগিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ দি কির্চনার। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আমাদু বোওদু টুইট বার্তায় বলেন, ‘সারা আমেরিকার জন্য এটা নিদারুণ কষ্টের এক ঘটনা। আমাদের অত্যন্ত প্রিয় একজন বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন।
’
ব্রাজিল
ব্রাজিলের প্রেসিডেন্ট জিউমা হুসেফ বলেন, ‘চাভেজের মৃত্যু পুরো লাতিন ও মধ্য আমেরিকার মানুষকে শোকাহত করেছে। হুগো চাভেজ সন্দেহাতীতভাবে তাঁর দেশ ও লাতিন আমেরিকার জনগণের জীবনের উন্নয়নের জন্য একজন প্রতিজ্ঞাবদ্ধ নেতা ছিলেন। ’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ‘হুগো চাভেজের সঙ্গে কাজ করতে পারায় আমি গর্ববোধ করছি। ’
এ ছাড়া ব্রাজিলের কংগ্রেসে হুগো চাভেজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘চাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলা যে কঠিন সময় পার করছে, এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।
এ ছাড়া ভেনেজুয়েলা সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরির চেষ্টাও করবে যুক্তরাষ্ট্র।
রাশিয়া
চাভেজের মৃত্যুকে ‘একটি ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। তিনি বলেন, ‘চাভেজ তাঁর দেশ, লাতিন আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য একজন অসাধারণ রাজনীতিবিদ ছিলেন। ’
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘চাভেজের মৃত্যুর সংবাদ শুনে কষ্ট পেয়েছি। তিনি ১৪ বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নিজের ছাপ রেখে গেছেন।
’
বলিভিয়া
প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেন, ‘আমরা ব্যথিত। কেবল ভেনেজুয়েলার মানুষেরই নয়, পুরো লাতিন আমেরিকার মানুষের মুক্তির সংগ্রাম জারি রাখতে হবে। ’ বলিভিয়ায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
পেরু
পেরুর প্রেসিডেন্ট ওলান্তা উমালা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। পেরুর কংগ্রেস এক মিনিট নীরবতা পালন করেছে।
কলম্বিয়া
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল স্যান্তোস বলেন, ‘সবাই জানেন যে আমাদের মধ্যে নানা বিষয়ে মতানৈক্য ছিল। তা সত্ত্বেও আমার সরকার ভেনেজুয়েলা ও পেরুর জনগণের উন্নয়নে একসঙ্গে কাজ করতে শুরু থেকে বদ্ধপরিকর ছিল।
মেক্সিকো
দেশটির বর্তমান প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েতো ও সাবেক প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন—দুজনই শোক প্রকাশ করেছেন।
কানাডা
প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
ফ্রান্স
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘ন্যায় ও উন্নতির জন্য তাঁর যে আকাঙ্ক্ষা, তা ছিল অনস্বীকার্য।
’ তিনি বলেন, ‘আমি নিশ্চিত ভেনেজুয়েলা গণতন্ত্র ও স্থিতিশীলতার পরীক্ষায় উতরে যাবে। ’ বিবিসি অনলাইন।
সূত্র: প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।