পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
জোসেফ আলেকজান্দ্রোভিচ ব্রডস্কি নোবেল পাবার পর এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন -আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে আপনার ভাল মনে হয় ?
ব্রডস্কি গম্ভীর মুখে বললেন -"কাউকেই না , দুটোই হাড়বজ্জাত" ।
পাক-ভারত প্রশ্নে আমার একই মত তাই, হারুক -জিতুক আমি রাবনের দল সমর্থন করছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।