A Hero will Rise Up Just In Time
শুনলাম বাংলাদেশে নাকি স্পাইডারম্যান নির্মান হবে। প্রথমবার হবে বাংলার স্পাইডারম্যান। বাংলাদেশের সবচেয়ে খরচবহুল ছবি। তো আমাদের স্পাইডার ম্যান মুভিতে কি কি ঘটতে পারে, একবার দেখা যাক:
* শুনেছি নায়ক থাকবে শাকিব খান। তাই শাকিব খান যেহেতু নায়ক, স্বাভাবিক ভাবেই উনি হাইলি মেক-আপ মাখবেন।
সেই মেকআপ স্পাইডারম্যানের মাস্কের জন্য দেখা যাবেনা। তাই খুব সম্ভবত উনি স্পাইডারম্যানের মাস্ক পরতে রাজী হবেননা। বাংলাদেশের স্পাইডারম্যান হবে মাস্ক বিহীন।
* ছবিতে নিশ্চয় কোন মুটকী নায়িকা থাকবে, আর সাথেই থাকবে সেই নায়িকার ইজ্জত লুটার দৃশ্ব্য। স্পাইডারম্যান যাবে তাকে বাচাতে এবং সেই নায়িকাকে নিয়ে উড়ে ভিলেনের হাত থেকে বাচাবে।
সেই ওড়ার সিনে হয়তো দেখা যাবে নায়িকার ওজনে স্পাইডারম্যান সহ দড়ি (স্পাইডার ওয়েব) ছিড়ে মাটিতে দুজনেই আছড়ে পড়েছে।
* বাংলা ছবি যেহেতু, নাচ গান তো থাকবেই। দর্শকরা জীবনে প্রথমবারের মতো দেখবে স্পাইডারম্যান ও মুটকী নায়িকার চাকদুম চাকদুম নাচ।
* ছবিতে অবশ্যই দু-একজন জোকার থাকবে এবং তারা বিভিন্নভাবে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করবেন। যা দেখে দর্শকরা অত্যন্ত বিরক্ত হবেন।
* ছবির শেষে "হু এ্যাম আই, আই এ্যাম স্পাইডারম্যান" জাতীয় কোন ডায়লগ খুব সম্ভবত থাকবেনা। কারন এইডা বাংলা সিনামা, এখানে মিলন ছাড়া ছবির শেষ হয়না। তাই শেষে দেখাবে স্পাইডারম্যান এবং নায়িকার শুভ বিবাহ হয়েছে এবং স্পাইডারম্যান (কস্টিউম পরিহিত অবস্থায়) ও তার নববিবাহীতা স্ত্রী বাসর ঘরের দিকে এগোচ্ছেন।
* সর্বশেষে ছবিতে কোন ঘটনা (বোধহয়) থাকবেনা, খালি নাচ-গান আর মার মার-কাট কাট।
বি:দ্র: লেখাটা সম্পূর্ণই আমার কল্পনা থেকে রচিত।
বাস্তব ঘটনার সাথে এর কোন মিল থাকবেনা বলেই আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।