১২টার পরপরি মালিবাগ রেলগেট থেকে শুরু করে চৌধুরিপাড়া পর্যন্ত রণ ক্ষেেএ পরিণত হয় রিক্রা বন্ধের প্রতিবাদে রিক্রাচালকরা এ প্রতিবাদের সৃষ্টি করে তাদের প্রতিবাদের কারনে প্রচন্ড বিসৃ্খলার সৃষ্টি হয়। কিছু সময় পর তারা প্রইভেট গাড়ি ও বাস ভাংচুর শুরু করে যাতে বেশি উল্লাশিত ছিল রেল্গেত সংলগ্ন বস্তির লোকজন। প্রতিবাদের কারন রাস্তা থেকে রিক্রা চলাচল বন্ধ করে দেওয়া। তাদের সকল ক্ষভ গিয়ে পড়ে সাধারন জনগনের ওপর যার ফলে গাড়ি ভাংচুর হয়। বাংলা ছায়াছবির মত পুলিশ ঘটনার পরে উপস্তিত হয়।
রাব ও আসে। এই সকল গরিবের পেটে লাথি মেরে সরকার কি সারাদেশের উন্নয়ন করতেচান?তাদের কথা ছিল আজকে কোন ভি আই পি মানার সময় নাই। (মানার সমইয়ের স্তানে ........ টাইম নাই। ) সরকার তাদের কোন ব্যবস্থা না করে এই সকল পদক্ষেপ কেন গ্রহন করল?
******অবস্থার উন্নতি। বর্তমানে রাস্তায় কিছু পুলিশ মোতায়েন আছে।
যান চলাচল স্বাভাবিক কিন্তু মানুষকে কিছুটা উদ্বিগ্ন মনে হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।