লেখক/কবি
প্রজাপতি উড়ে উড়ে চলে গেলো ...
আজকে অনেক রাত হয়ে এলো
নিয়নের আলো চারপাশে
ঘিরে আসে
কেউতো পাশে নাই
কেউতো আসে নাই
আমরা কয়েক জন একা
এবং একলা রয়েছি বসে
চারদিকে অনেক সোরগোল
মৃদু স্বর আসছে ভেসে চারদিক থেকে
মানুষের
নারীদের
পুরুষের
যুবকের
যুবতীর
কয়েক জন জ্ঞানীর
কয়েক জন পাপীর (?)
একা
এবং সাথে আরও কয়েক জন তারা
এক সাথে শুধু শুধুই বসে রয়েছে
হাসছে – কাঁদছে
কথা বলছে অঢেল
আইসের টুংটাং শব্দে
মিশে যাচ্ছে কথা আর হাসি
হতে পারে কান্নাও রয়েছে
কিন্তু সেসব মনের অনেক গভীরে কেইবা দেখেছে
তবু বারবার হাসি
অঢেল কান্না
শুধু কোন প্রজাপতি নেই এইখানে
এখানের একটা বাগানেও নেই বুন ঘাস
আছে হয়তোবা অন্য কোন খানে
আমাদের নাগালের অনেক বাহিরে
চারপাশের টেবিল গুলো ঘিরে যারা বসে আছে
তাদের সবাই মানুষ
কারো হতে পারে ভাষাটা আলাদা
তবুও বলছে সবাই, কেউ থেমে নেই
কারো কথা কেউ শুনছেনা- সবাই কিছুনা কিছু বলতে চায়
সবাই নিজের কথাই ভাবছে বেশী
সবাই এরা একা হয়ে আছে তাই
কেউ কারো মনের খবর জানেনা
সবাই তাই এরা একা
এবং একলা রয়েছে বসে
পাশাপাশি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।