জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
আমরা সবাই ভ্রমন করি। কিন্তু ভ্রমনে অনেক প্রয়োজনীয় জিনিষ সাথে রাখি না..তাই নতুন করে কিনতে হয়। অনেক সময় বিড়ম্বনার সম্মুখীনও হতে হয়। নিচের প্রয়োজনীয় জিনিষ ভ্রমনের সময় সাথে রাখবেন.....................
১. টুথপেষ্ট ও ব্রাশ
২. ফেইস ওয়াশ, ক্রিম , লোশন, বডি স্প্রে ও হেয়ার ক্রিম
৩. মাথা ব্যথার টেবলেট
৪. এক জোড়া চেন্ডেল
৫. ক্যামেরা
৬. প্রয়োজনীয় কাপড় ও বসার জন্য মাদুর
৭. গাড়ীতে পড়ার জন্য কয়েকটি বই
৮. মোবাইলের জন্য আরেকটি ব্যাটারী
৯. ট্রাভেল ব্যাগ
সতর্কতাঃ
মানি ব্যাগ সাবধানে রাখবেন.. সবটাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্যকোন জায়গায় রাখবেন।
একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। ব্যাগ হারিয়ে গেলে কোন সুহূদয়বান ব্যক্তি পেয়ে থাকলে ফেরত পাবার সম্ভাবনা থাকবে।
ভ্রমনে দামী মোবাইল ব্যবহার না করাই উত্তম। কারন ভ্রমনকালীন সময়ে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা বেশী।
ভ্রমনে একটি ডিজিটাল ক্যামেরা সাথে রাখবেন.. বর্তমানে ৫০০০/= ৬০০০/= টাকা দিয়ে ডিজিটাল ক্যামরো পাওযা যায়।
যে জায়গায় যাচ্ছেন ..সেই জায়গা সম্পর্কে পূর্ব ধারনা থাকা দরকার। অথবা ঐ এলাকায় পরিচিতি কেউ থাকলে তার সাহায্য নিন।
সন্ধ্যার পর অথবা বেশী রাত পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান করবেন না। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমন করতে গেলে....................
একটু বেশী দাম দিয়ে হলেও একটি মানসম্মত হোটেলে থাকার চেষ্টা করবেন।
ছুটির দিনে/ অথবা অবসর সময়ে আপনার চারপাশ ঘুরে দেখুন।
কারন ভ্রমনে অনেক অভিজ্ঞতা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।