শুধু দেখব আর শিখব
গত পর্বের শেষ অংশ বলেছিলাম পর্ব ২ এ থাকবে ব্যারিয়ন নিয়ে বিস্তারিত আলচনা । ব্যারয়ন কি তা জানতে বিগত পর্ব পড়ুন
ব্যারিয়নরা মুলত কোয়ার্ক দিয়ে তৈরি । এরা সবাই ফার্মিয়ন কণা(যারা ফার্মি ডিরাক সংখ্যায়ন তত্ত্ব মেনে চলে) তবে এদের স্পিন সব সময় ১/২ এর বেজোড় গুনিতক ( স্পিন হল ৪টি কোয়ান্টাম নাম্বারের একটি, যার দ্বারা কণিকার নিজ অক্ষের উপর ঘুর্ণন নির্দেশিত হয়) মানে ১/২,৩/২,৫/২,....এরকম।
এখন আমি বিভিন্ন ব্যারিয়ন এবং এন্টি ব্যারিয়ন কণিকার গঠন নিয়ে আলোচনা করব
প্রোটন ও এন্টি-প্রোটন
১৯১৯ সালে পরমানুর নিউক্লিয়াসে রাদারফোর্ড এটি আবিষ্কার করেন। এর ভর 1.672621637×10−27কেজি বা 1.00727646677 amu।
চার্জ 1.602176487×10−19কুলম্ব ,যা ইলেক্ট্রনের সমান কিন্তু বিপরীত তাই এর চার্জকে +1 ধরা হয়।
এইতো কিছুদিন আগ পর্যন্ত ধারনা করা হত প্রটন সমূহ মৌলিক কণিকা। কিন্তু পরে দেখা গেছে তারা তিনটি কোয়ার্ক দিয়ে তৈরি । এগুলো হল দুটো আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক এদের চার্জ যোগ করলে +১ পাওয়া যায় তাই প্রোটনের চার্জ +১ ধরা হয়।
এন্টি প্রোটন দুটো এন্টি আপ কোয়ার্ক ও একটি এন্টি ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত
চিত্রটি খেয়াল করুন
নিউট্রন
পরমানুর নিউক্লিয়াসে Ernest Rutherford আবিষ্কার করেন নিউট্রন ।
এর ভর 1.67492729×10−27কেজি বা 1.0086649156amu। এরা দুটো ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত
অপর দিকে এন্টি নিউট্রন এরা দুটো এন্টিডাউন কোয়ার্ক ও একটি এন্টিআপ কোয়ার্ক নিয়ে গঠিত
চিত্রটি খেয়াল করুন
ল্যামডা
1947 সালে cosmic ray interactions নিয়ে গবেষণা করার সময় সর্ব প্রথম ল্যামডা কণিকা আবিষ্কৃত হ্য়। এরা ব্যারিয়ন গ্রুপের কণিকা যারা তিন ভাবে গঠিত হতে পারে । এতে একটি আপ ও একটি ডাউন কোয়ার্ক থাকবেই এবং ৩য় কোয়ার্কটি স্ট্রেন্জ (s) অথবা চার্ম (c) অথবা বটম (b)অথবা টপ(t) (ত্বাত্তিক গবেষণায় ধারণা করা হয় টপ কোয়ার্ক থাকতে পারে ) কোয়ার্কের যেকোনো একটি হবে।
এদের পরিচিতি হল
ল্যামডা ------[uds] ---rest mass [1,115.683 ± 0.006 MeV/c^2]
ল্যামডা চার্ম ---[udc] ---rest mass [2,286.46 ± 0.14 MeV/c^2]
ল্যামডা বটম--- [udb] ---rest mass [5,620.2 ± 1.6 MeV/c^2]
এদের মাঝে শুধুমাত্র লামডা এর স্পিন -১ বাকি সবার শু্ন্য
এদের স্থায়িত্তকাল খুবই অল্প 1.4× 10^−12 সেকেন্ড থেকে 2.631 ± 0.020 × 10^−10সেকেন্ড পর্যন্ত।
বিস্তারিত নিচের চার্টে দেখুন
ওমেগা
American physicist Murray Gell-Mann 1962 সালে প্রথম এই মৌলিক কণিকা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেন। তার ভবিষ্যৎ বাণীর সূত্র ধরেই পরবর্তিতে ১৯৬৪ সালে কোয়ার্ক প্রসেস নিয়ে গবেষণার সময় এটা আবিষ্কার হয়। প্রথম দিকে দেখা যায় এরা তিনটি স্ট্রেন্জ কোয়ার্ক দ্বারা গঠিত,পরে আরো বিস্তর গবেষনায় দেখা গেছে এরা অনান্য কোয়ার্কের মাধ্যমেও তৈরী হয় যাদের স্থায়িত্বকাল অনেক কম ।
তিনটি স্ট্রেন্জ (sss)নিয়ে গঠিত ওমেগার স্থির ভর (Rest mass) 1672.45±0.29 MeV/c^2
মাত্র কিছুদিন আগে September 2008 তে যখন বিজ্ঞানীরা Fermi National Accelerator Laboratory বসে DZero experiment করছিলেন তখন"doubly-strange" নামে একটি ওমেগা কণিকার সন্ধান পান যা ২টা strange quarks ও ১টা bottom quarkনি্যে গঠিত। তবে মজার বেপার হল আবিষ্কৃত কণিকাটির ভর 6,165±16 MeV/c2, যা quark model থেকে ত্বাত্তিক ভাবে প্রাপ্ত ফলাফল থেকে অনেক বেশী।
স্থায়ি ব্যারিয়ন কণিকা হল
এগুলো ছাড়াও বিভিন্ন গবেষণায় প্রায় প্রতিবছর ই নিত্যনতুন ব্যারিয়ন কণিকা আবিষ্কার হচ্ছে যাদের বেশীর ভাগই অস্থায়ী কণিকা । বিস্তারিত জানতে এই চার্টটি দেখতে পারেন
পরের পর্বে থাকবে মেসন নামের বোসোনিক হেড্রন নিয়ে বিস্তারিত আলোচনা
কষ্ট করে পড়বার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ
পরমানুর চরিত্র বিশ্লেষণ পর্ব ১
আমার অনান্য লেখা
এন্টিম্যাটার প্রকৃতির এক আজব সৃষ্টি
কে বলেছে মাধ্যাকর্ষণ শক্তির সম্পুর্ন বিপরীত ধর্ম বিশিষ্ট বিকর্ষণ শক্তি নেই????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।