আমাদের কথা খুঁজে নিন

   

ভর্তিকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের তালা

সময় বয়ে চলে তার আপন গতিতে

কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির দাবিতে মঙ্গলবার অধ্যক্ষ্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি চলছে। মেধাক্রম অনুসারে ভর্তি শেষ হওয়ার পর রিলিজ স্লিপে ভর্তির জন্য স্বল্পসংখ্যক সিট রয়েছে। ওই আসনে গত কয়েকদিন ধরে ছাত্রলীগ তাদের পছন্দের শিক্ষার্থী ভর্তি করার জন্য কলেজ প্রশাসনকে চাপ দিয়ে আসছিলে। ছাত্রলীগের এ প্রস্তাবে কলেজ প্রশাসন রাজি না হলে তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা করে হলেও তাকে পাওয়া যায়নি। কুষ্টিয়া সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগ নেতারা তালা ঝুলিয়ে দিয়েছে এমন সংবাদ শোনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।