Raindrops falling from heaven.. Will never wash away my misery..
অবশেষে আমি ইহাকে পাইলাম। কত কাল কত রাত্রি অপেক্ষার পর যে আমি ইহাকে পাইলাম, তাহা বলিবার মত ভাষা আমি হারাইয়া ফেলিয়াছি। ইহা যেন আমার স্বপ্নে দেখা রাজকুমারের ন্যায় আকাঙ্খিত।
অনেক দিবা-রাত্রি জাগরনের পর, অনেক তপস্যার পর, যুদ্ধ করিয়া ইহাকে আমি জয় করিয়াছি। একদা ইহা ছিল আমার কাছে অতিব সহজলভ্য, তারপর একদিন! কি হইতে যে কি হইয়া গেল !! আমি ইহাকে হারাইয়া ফেলিলাম।
আর ইহাকে জয় করিতে পারি না। কত কষ্টে যে তোমায় ছাড়া আমি দিবা রাত্রি কাটাইয়াছি!
হঠাৎ করিয়া আমার মাতা শ্রী আসিয়া একদিন তোমাকে আমার জন্য নিশিদ্ধ বলিয়া ঘোষনা করিল, তখন মনে হইয়াছিল আমি বুঝি বেদনায় অন্ধ হইয়া যাইব। কয়েকদিন অপেক্ষা করিয়া অতঃপর আমি বুঝিলাম আজিকে যেভাবেই হোক তোমাকে আমার পাইতেই হইবে। বীরদর্পে নামিয়া গেলাম যুদ্ধের ময়দানে! শত বাঁধা সত্ত্বেও আজকে আমি তোমাকে ছিনাইয়া লইয়া আসিয়াছি।
সকল বাঁধা অতিক্রম করিয়া, রান্না ঘরে যাইয়া, চুলায় পানি বসাইয়া, দুধ, চিনি মিশ্রিত করিয়া, অপেক্ষা করিলাম জ্বাল হইবার আশায়।
জ্বাল হইবার পরে চা পাতা মিশ্রিত করিয়া পুনরায় জ্বাল দিবার পর তুমি ছিলে প্রস্তুত। আমি তোমাকে আমার মগে ঢালিয়া অতিব তৃপ্তির সহিত পান করিলাম।
আহ! কি প্রশান্তি! আমি আমার সেই চির আকাঙ্খিত চা কে পাইলাম। অবশেষে আমি ইহাকে পাইলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।