আমি ভালো নেই, কিন্তু আপনি ভালো থাকবেন প্লিজ
যারা ক্রিকেটটা একটু বেশি দিন ধরে বোঝেন, যে যেই দলেরই সাপোর্ট করেন না কেন, অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের নাম শোনেন নি- এমন ক্রিকেট ভক্ত খুব কম। সেই হ্যানসি যা পারেন নি, তা বাচ্চা স্মিথদের পক্ষে যে করা সম্ভব নয় এটা আফ্রিকানরা বোঝে না নিশ্চয়! তা না হলে তাদের প্রত্যাশা কখনোই আকাশ ছোয়া হতো না। আফ্রিকানদের প্রত্যাশা মাটিতে নামিয়েছে স্মিথরা। আর কখনো 'চোকার্স' শব্দটা অস্বীকার করতে পারবে না।
ক্রনিয়ে পরকালে, তার হাতে বেড়ে ওঠা একমাত্র ক্যালিসের পক্ষে তো সব জয় করা সম্ভব না।
ক্রনিয়ের সতীর্থ সবচেয়ে ব্যক্তিত্ববান ক্রিকেটারদের একজন গ্যারি কারস্টেন নিজের সবটুকু দিয়ে ভারতকে আজ আকাশে উঠিয়েছেন। শন পোলককে অংকের হিসাবে গরমিল করায় ক্রিকেট ছাড়তে হয়েছে, হার্সেল গিবসকে যোগ্য বিদায় দেওয়া হয়নি, বোর্ডের কাছ থেকে যোগ্য মূল্যায়ন পাননি সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস্ ও অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। মূল্যায়িত হননি অ্যালান ডোনাল্ড এবং প্যাট সিমকক্স। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেও অবমূল্যায়িত নিকি বোয়েদের অভিশাপে চোকার্স শব্দটাকে যে একমাত্র নিজেদের করে নিতেই হলো স্মিথদের। আর কোনো প্রতিশ্রুতি নয়, দেশে যেয়ে কলা বেঁচো মি. স্মিথ।
গুড বাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।