আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া-এখানে ওখানে

lalshapla

ছড়া- এখানে ওখানে হাসনাত মুহঃ আনোয়ার ওখানে মোর আধেক জীবন কেটেছে হিজল তলে বাকী টুকু আজ কাটছে এখানে নাগরিক কোলাহলে। ওইখানে মোর 'দাদীর কবর ডালিম গাছের তলে' এখানে শুয়ে আছেন মা-মনি,ডাকা ড্যাফডিল ফুলে। গরমের দিনে অলস দুপুরে বট বৃক্ষের ছায়ায় ডাবের পানি তরমুজ ছাড়া বুক ফাটে পিপাসায়। আমের আচার, বেল শরবত ও ইখানে ছিল মাস্ট এখানে এখন ঠিক সাতটায় সেরে নেই ব্রেকফাস্ট। .......... এখানে বসে বুক ভাসিয়ে কাঁদি ওখানের লাগি ওখানে গিয়ে সেই আমি ফের নিঘূম রাত জাগি। কখন এখানে আসব ফিরে সেই ভাবনায় থাকি প্রবাসী এখানে বিদেশী স্বদেশে কান্নায় মূখ ডাকি। ...... দূঃখ কোথায় রাখি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।