আমাদের কথা খুঁজে নিন

   

আইএমওতে অনুদান দিল গুগল



তথ্যপ্রযুক্তিভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান গুগল আগামী পাঁচ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) আয়োজনে সহায়তা করার জন্য এক মিলিয়ন ইউরো (প্রায় ১০ কোটি টাকা) অনুদান দিয়েছে। গত ২১ জানুয়ারি এই অনুদান প্রদান করা হয়। এ অনুদান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুদে গণিতবিদদের আইএমওতে অংশ নিতে সাহায্য করবে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিওফ স্মিথ গুগলের এ অনুদানে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আইএমও পরিচালনার বিশাল ব্যয়ভার বহনে গুগলের এই সাহায্য কাজে দেবে। ২০১৩ সাল পর্যন্ত আইএমওর ভেন্যু নির্ধারিত হয়ে আছে।

পরবর্তী ভেন্যুগুলো যেখানেই হোক না কেন, সে দেশের সরকারকে আয়োজনের অর্থ সংগ্রহ নিয়ে খুব বেশি ভাবতে হবে না। আইএমও ২০১১ ফাউন্ডেশনের সভাপতি রবার্ট ডিকগ্রাফ বলেন, গণিত এমন একটি বিষয়, যেখানে শিক্ষার্থীরা অল্প বয়সেই তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। গুগলের এই অনুদান প্রতিভাবান কিশোর ও তরুণ গণিতবিদদের তাদের অসাধারণ বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করবে। সমাজে গণিতের প্রয়োজন যে কতটা মৌলিক ও গুরুত্বপূর্ণ, সেটা গুগুলের সম্মান প্রদর্শন থেকেই বোঝা যায়। উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হলো সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

প্রতিবছর এটি নির্দিষ্ট দেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ ছয়জন শিক্ষার্থী অংশ নিতে পারে। প্রতিদিন তিনটি করে দুই দিনব্যাপী এ পরীক্ষায় মোট ছয়টি প্রশ্ন থাকে। প্রতিদিনের জন্য মোট সময় বরাদ্দ থাকে সাড়ে চার ঘণ্টা। ১৯৫৯ সালে রুমানিয়ায় এ আয়োজন শুরু হয়।

এ বছর নেদারল্যান্ডসে আইএমও ২০১১ অনুষ্ঠিত হবে। আগামী বছর আর্জেন্টিনায় আইএমও ২০১২ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে। ২০০৯ সালে জার্মানিতে ৫০তম আইএমওতে প্রথমবারের মতো দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে। http://www.prothom-alo.com/detail/date/2011-03-17/news/131076


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.