ম্যাও.। ম্যাও.।
(সংবিধিবদ্ধ সতর্কীকরন; এটি নিছকই একটি ফান পোস্ট;মোটেই ১৮+ নয়,আর কেউ ফান নামক কোন বস্তু খুজে না পেলে আমার কোন দোষ নাই। সব দোষ নন্দঘোসের। যদি কেউ এর মাঝে কোন ধরনের রাজনীতি খুজে পান,তাহলে তা উনার একান্ত ব্যাক্তিগত আবিস্কার বলে গন্য হবে।
সেই আবিস্কারের পেটেন্ট নিয়ে উনি নিজের ব্লগে যত খুশি লাফাতে পারেন,এখানে না। )
যেসকল পরম শ্রদ্ধেয় ব্লগার লিখার মত নতুন কিছুই খুজে পাচ্ছেন না;১৮+ জোকসের কালেকশন শেষ হয়ে গিয়েছে,গালাগালি করার মত কোন ছাগু/ভাদা/আস্তিক/নাস্তিক খুজে পাচ্ছেন না,দেশ জাতি সমাজ সংস্কৃতি রাজনীতির গুষ্টি উদ্ধার করতে পারছেন না,তাদের জন্য ছোটখাটো একটা সাজেশন। আজ তো আমাদের দেশের মাটিতে পাকিস্তান (মতান্তরে ফাকিস্তান) এর খেলা। এই খেলা নিয়ে একটা ব্যাপক গবেষণামূলক ব্লগ লিখে ফেলুন। ব্যাপকমাত্রার পাকি বিদ্বেষী হলে "আইলি ক্যান,খাইসি তোরে" টাইপ একটা জ্বালাময়ী ভাষণ পোস্ট করুন।
যদি তাদের প্রতি কিছুটা অনুরাগ থাকে,অথবা যদি শান্তিপ্রিয় হয়ে থাকেন, তাহলে আপনার ব্লগের টাইটেল হতে পারে "ক্রিকেট ঃইটস জাস্ট এ গেম" অথবা "বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ক্রিকেটের গুরুত্ব"। আর যদি আপনি পাকি ক্রিকেট টীমের 'ম্যারী মি আফ্রিদি' টাইপ সাপোর্টার হয়ে থাকেন,অথবা জামাত,শিবিরের প্রতি কিছুটা ভালোবাসা থেকে থাকে তাহলে চোখ বন্ধ করে লিখে ফেলুন "সাপোর্ট না কইরা কই যাই? আমরা সবাই ভাই ভাই"।
পরামর্শ মত চললে আশা করা যায়, আজকের সবথেকে হিট ব্লগার আপনিই হবেন। অবশ্য ভিন্নমতাবলম্বীদের গালাগালি হজম করার মত মোটা চামড়া থাকতে হবে গায়ে। আশা করা যায়,সেটা আপনার আছে।
তাহলে আর কি? লুঙ্গি কাছা দিয়ে মাঠে নেমে পরুন। খেলবে ওরা ১১ জন,সাথে (পক্ষে বা বিপক্ষে) আমরা ১৬ কোটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।