আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালো লাগার কিছু মুহুর্ত , শেয়ার করলাম আপনাদের সাথে।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি। সারাদিন কি করি আমি? কিছুই না।

ঘুমাই, খাই , টিভি দেখি আর ইনটারনেট ব্রাউজ করে চাকরি খুজি। এভাবে বাসা্য থাকতে থাকতে মাঝে মাঝে এত খারাপ লাগে যে মনটা চা্য কোথাও পালিয়ে চলে যাই। যেখানে কেউ আমাকে খুজে পাবে না। কিন্তু তারপরেও কিছু মুহুর্ত আছে যখন নিজের বাসায় থাকতেই বেশী ভাল লাগে। ঠিক এইসব মুহুর্তগুলোর জন্য বাসা থেকে কোথাও যেতে ইচ্ছা করে না।

আমার ভাল লাগার মুহুর্তগুলো সবার সাথে শেয়ার করতে চাই। সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমার বন্ধ রুমে জানালা দিয়ে হালকা আলো এসেছে তখন খুবই ভালো লাগে। ঘুমটা পুরোপুরি ভাঙার আগেই রুমে আব্বু চলে এসে মাথায় হাত বুলাতে বুলাতে যখন বলে "মা ওঠো, আর কত ঘুমাবা"। তারপর ঠিক এক ঘন্টা পর এক হাতে এক কাপ চা এবং অন্য হাতে টিভির রিমোট দিয়ে টিভি দেখার মজাই আলাদা। ঠিক দুপুরে আব্বু বাসা্য আসার পর এক সাথে ভাত না খেলে মনে হয় আজকের দিনটাই যেন উল্টাপাল্টা।

খাওয়ার টেবিলে বসে আব্বুর সাথে একটু ঝগরা মানে দুষ্টামি করতেই হবে। খাওয়ার পরে যদি আব্বু আম্মুর রুমে একসাথে বসে টিভি দেখবো আর গল্প করবো। যেদিন আপু বাসায় আসে সেদিন তো কোন কথাই নাই। ধুমায়া আড্ডা বিকেলে আব্বু বাহিরে চলে যাওয়ার আগে একসাথে বসে চা তো খেতেই হবে। সন্ধা হলে আমার নুডুলস রান্না করতে খুবই ভাল লাগে।

এই ছিল আমার কিছু ভাল লাগার মুহুর্ত। হয়তো সবার জীবনেই এই ধরনের কিছু মুহুর্ত থাকে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.