আমাদের কথা খুঁজে নিন

   

“cricpaul” দুর্নীতির আরেক নাম



“cricpaul” দুর্নীতির আরেক নাম এই “World cup cricket- 2011” এর সাথে শুরু হল Prediction Based Game “Cricpaul”..মুলত এটি Prediction based game..প্রতিটি খেলার শুরুতে কিছু প্রশ্ন দেয়া হয় , তারপর আবার খেলা চলাকালিন সময় আর ও কিছু প্রশ্ন দেয়া হয় । পুরো বেপারটিকে তাই “Prematch Quiz” & “LIVE Quiz” এই দুই ভাগে ভাগ করে বিজয়ি নিরধারন করা হয় । এই খেলাটির আয়োজন করেছে Prothom-alo এবং sponsor করেছে QUBEE..প্রথমে শোনা গিয়েছিল এই কুইজটির জন্য বাজেট 2200000 টাকা । প্রতি খেলার জন্য বাজেট 30000 টাকা। কিন্তু সত্যি কি এই টাকার পুরোটা আমরা পাচ্ছি?? এই কুইজ খেলার সাইট টিতে আমরা যাই এবং সেখানে দেখতে পাই আবারো সেই চিরাচরিত কিছু ছবি – “দুর্নীতি” এবং তথাকথিত ADMIN এর স্বেছাচারিতা… এইখানে আমি ওই সাইটের “micro blog” এর কিছু user এর কমেন্ট তুলে দিচ্ছি- “abdur rouf04:47 PM 20 Mar, . .gotokalker 1000tk due . . .aj vodro vabe chaibo. . .. . plz diya den vai. . plzz FAHIM RAZVI04:51 PM 20 Mar, 2011aus vs pak match er 50 taka due. Aj khoob nomro vodro vabe chaibo vai, boss, sir admin please please takata dia den. Please please please please takata dia den Md. Salim 04:19 PM 20 Mar, 2011 কুইজ দিয়ে লাভ কি??? জিতার পরও যদি টাকা না দেন? Arafat Rahman 04:03 PM 20 Mar, 2011 vai CricpauL khaila joto na taka paisi tar chaya besi admin er opomaaan paisi…i am leaving. SANY105:07 PM 20 Mar, 2011Aus vs pak match er refil pabo kina Allah Jane Najmul05:23 PM 20 Mar, 2011Rouf vai@ami 3 tarik 2nd hoicilam akhon o 1000 tk daw nai….feedback dici tao kicu hoy nai,ph to dura thak…tai ask korlam ” এই কথাগুলো শুধু একদিনের কিছু সময়ের কমেন্ট ।

এই রকম আরও অনেক কমেন্ট যারা একনো তাদের টাকা পায় নাই । তাহলে এই টাকাগুলো যাচ্ছে কই?আসলেই কি sponsor রা টাকা দিচ্ছে নাকি সেই টাকা এই সাইট এর আর রিফিল যারা করছে তাদের কাছেই থেকে যাচ্ছে?এই worldcup এই ভিন্নধরমি খেলাটি প্রচুর সারা ফেললেও এখন এর পরিচালনা আর সততা নিয়ে প্রশ্ন চলে আসে । আমি নিজে থেকে তেমন কিছু বলছি না , আমি শুধু ওইখানের user দের কথা গুলো লিখছি। এই খেলাটি student দের অনেক সময় নেয়া স্বতেও তারা বিনোদন এর জন্য আসে এইখানে। অনেকে আছে টুরনামেন্ট এর প্রথম হয়ে পুরুস্কার জিতে নিতে অনেক সময় নিয়ে খেলে এখানে।

কিন্তু এই শেষ দিকে এসে ADMIN এর কিছু ব্যবহার আর কাজ এখন পুরো খেলাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এর কিছু প্রমান এখানে- “Admin 04:30 PM 20 Mar, 2011 all who are continue arguing on this topic we will banned his account. md. saukat ali 04:39 PM 20 Mar, 2011 apnara ki janen?????? j ami khela surur age pre q1 nia kotha bolcilam bole admin amake block korcilo…..ektu age khule dice…. Zaydul Islam 04:13 PM 20 Mar, 2011 ekahne attiyotar dayitto palon kora hocche. so chup thakai valo. ripon 04:09 PM 20 Mar, 2011 admin ki ai site er malik?humki dan kano Nazmeen 03:48 PM 20 Mar, 2011 amar mone hoy admin pre quiz ekhane deyar age unar porichito der quiz ta den.tarpor ekane sobai ke den.tai to deri kore den.nahole sokaler pre quiz rat dertar por mane ki? alimul azim faisal 03:45 PM 20 Mar, 2011 voi paici….admin strict hoile amader ki hobe?na khaia jodi moira jai!!!!!!!!!!!faltu jotoshob sajib 03:44 PM 20 Mar, 2011 ata unfire Md. Ashraful Alam 04:39 PM 20 Mar, 2011 Q. 1.X=summation of the 48 ODI centuries of Tendulkar, Y=score of Tendulkar in this match(which has to be 50+. if he scores less than 50, Y=0), Z=X+Y; what will be Z? Ans: Must be 5998” এইখানে আসলে ADMIN এর একটা প্রশ্ন নিয়ে , যেই প্রশ্নটা ছিল কিনা ADMIN এর ভুল, তা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু ADMIN সেই ভুল কে correct না করে কিছু user কে পয়েন্ট দিয়ে বাকিদের না দিয়ে উপরন্তু কেউ এটা নিয়ে কথা বললে তার একাউন্ট বন্ধ করে দেয়। প্রতিদিনই এখানে এই শেষ সময়ে এসে কিছু করে করে একাউন্ট বন্ধ হচ্ছে। চলছে user দের সাথে খারাপ ব্যাবহার ।

এতদিন খেলে অনেক user এখন এই শেষ দিকে এসে বাদ্ধ হচ্ছে চলে যেতে। শুধুমাত্র ‘worldcup’ এর জন্য নির্মিত একটি সাইট worldcup এর শেষ দিকে এসে দেখাল নিজেদের চেহারা, নিজেদের প্রয়োজন ফুরানোর পর যা কিনা ওয়েব এর ইতিহাসে আসলেই বিরল উদাহরন। tara NIJERA NIJERA COMMENT KORE BOLE TAKA PAISI>>>KiNtu ami 10-12 jon theke prof paisi je tara 800 taka moto 20 dine O pay korenai......DIGITAL দুর্নীতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.