ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...
এই মাত্র আবিষ্কর করলাম আমাকে সেইফ এ উন্নীত করা হয়েছে। ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।
সেইফ মানে তো নিরাপদ। অর্থাৎ আমার কাছ থেকে আপদের সম্ভাবনা নেই বলে ধরে নেয়া হয়েছে। সম্মানিত ও আনন্দিত বোধ করছি। এ উপলক্ষে সবার সাথে শেয়ার করছি কমরেড মনীন্দ্রনাথ সরকারের বইতে সম্প্রতি পড়া একটা লাইন,
"যে একবার সাদা কাগজের পৃষ্ঠা অক্ষরে ভরে দিতে শিখেছে আমৃত্যু বেঁচে থাকার কষ্ট তাকে পীড়ন করেছে।"
সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। আমৃত্যু বেঁচে থাকার কষ্টের আগুনে পুড়ে পুড়ে আসুন পরিশুদ্ধ হই।
দেখা হবে সবার সাথে ব্লগের পাতায় পাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।