https://www.facebook.com/arshinogorer.porshi
মামা/মামি গো সালাম,
মেলাদিন ধরে আন্তরজাল (Internet) ব্যবহার করি,তয় কাহিনি বুঝলেন না কোনোদিন ব্লগ লিখুম এমন বুকের পাটা হয় নাইকা (কেমনে হইব কন? কত মাইয়া এই বুকে ছোরা ,ইট,জুতার বারী দিয়া গেল এর পর সাহস কেমনে করি? মামিরা Sorry, মাইন্ড খাইয়েন না সিদা কথা কই তো - তাই গা জ্বলবার পারে ) , জাউক গা বেপার না, মেলা মানুষ জন দেখি ব্লগ লেখেদেইক্ষা গা জ্বলল তাই কলম খানা লইলাম আরকি ।মুই কইলাম ভালা লিখবার পারিনা আগেই কইয়া রাখি । অংক তে ভীষণ কাঁচা, সম্পাদ্য উপপাদ্য করতে দিলে চক্ষের জলই প্রতিপাদ্য হইবার পারে, বাংলাতে এখনও "ন" আর "ণ" এর ফারাক কই বুঝবার পারি নাই তাই বিপ্লব ভাই (প্রমিথিওউস) এর "ন" না "ণ" কোনটা আসল মন বহুত সুনার তেষ্টা করি আর ইংজারি তে এর কথা হুনলে মাথা ঘুরে (হায় হায় করলাম কি ? মাথা ঘুরতাছে ) এইডা পেরথম, পোস্ট তো তাই দোষ-গুন নিজেগো খেমতা বলে মাফ কইরা দিয়েন আর মাঝে মাঝে মন চাইলে লিখুম ...... আম জনতা তো তাই বেশি লিখতে ভয় হয় কন দিক দিয়া কার রোষানলে পইরা পাকা আমের জুইস হইয়া যাই ঠিক নাই ,দুয়া রাইখেন নাবালক আম জনতার লাইজ্ঞা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।