আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপারাধ বিচারে জামায়াতের প্রস্তুতি সম্পুর্ন...মামলা পরিচালনায় পৃথিবী বিখ্যাত তিন আইনজীবী

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটক জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে মুক্ত করতে জামায়াত তিন স্তর বিশিস্ট আইনী পদক্ষেপ নিয়েছে। যার প্রথম ধাপে এখন একেবারে জুনিয়র আর আনকোরা উকিল দিয়ে মামলা পরিচালনা করা হচ্ছে। ২য় ধাপে আসবে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা। আর একেবারে শেষে প্রয়োজনে আসবেন যুদ্ধাপারাধ মামলা পরিচালনায় পৃথিবী বিখ্যাত তিন আইনজীবী।

এরা হলেন, স্টেভেন কে কিউসি, টবি ক্যাডম্যান ও জন ক্যামম্যাগ। স্টেভেন কে কিউসি- স্টেভেন গণহত্যা ও মানবতার অপরাধের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের প্রধান আইনি উপদেষ্টা ছিলেন। তিনি ইংল্যান্ডের প্রখ্যাত ল' ফার্ম এবং ২০১০ সালের সেরা ল' ফার্ম 9 Bedford Row International এর প্রতিষ্ঠাতাও। টবি ক্যাডম্যান টবি বসনিয়ার যুদ্ধাপরাধে গঠিত ট্রাইব্যুনালের নির্বাহী আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধাপরাধ চেম্বার প্রজেক্ট প্রতিষ্ঠার জন্য আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন।

এ ছাড়াও বসনিয়ার অপরাধ প্রতিরক্ষা অফিসের প্রথম প্রধান এবং ২০০৫ সালের শেষে দেশটির যুদ্ধাপরাধ নির্বাহী বিভাগের প্রধান হিসেবে কাজ করেন তিনি। জন ক্যামম্যাগ- জন সিয়েরালিওনে যুদ্ধাপরাধসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের জন্য গঠিত বিশেষ আদালতের প্রতিরক্ষা পরামর্শক হিসেবে কাজ করেন। অন্যদিকে সরকার বিচারকার্যের জন্য চমৎকার এবং আলিশান ভবন বানাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও আইনি পদক্ষেপে রয়েছে জামায়াত থেকে ৮০ মাইল দূরে। জীবনের শেষ প্রান্তে উপনিত কিছু দলীয় আইনজীবীর রুটি রুজি করা যেন সরকারের প্রদান উদ্দেশ্য। যাদের নিয়োগ দেয়া হয়েছে সরকার পক্ষের উকিল হিসেবে তাদের দুজন স্ট্রেচারে ভর করে আসেন।

আর আরেক সরকারী আইঞ্জিবিতো প্রায়শই মাওলানা সাইদির প্রশংসায় পঞ্চমুখ থাকে। যুদ্ধাপারাধের বিচারের নামে একি প্রহসন চলছে?? জামায়াতের লন্ডন ফেরত জুনিয়র ব্যরিস্টার প্যানেল সিনিয়র আইনজীবী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক এবং বাঁর সভাপতি খন্দকার দেলোয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।