বাংলাদেশ একটি গরিব দেশ । টানাটানির মধ্যে সরকারকে চলতে হয় । হাজার সমস্যা এই দেশে । প্রায় পাচ শত কোটি টাকা (হয়ত পুরো টাকাটা আমাদের না ) খরচ হয়েছে এই বিশ্বকাপে । বিনিময়ে আমরা কি পেয়েছি ?
হ্যা, দুটি জিনিস আমরা পেয়েছি : একটি হচ্ছে সর্বনিম্ন স্কোর ও অপরটি হচ্ছে সবচেয়ে বড় স্কোরটি আমাদের বিরুদ্ধে ।
অনেকে এখন আবার বলছে : কে ভাল ? বাংলাদেশ না আয়ারল্যান্ড ? নেদারল্যান্ড, আয়ারল্যান্ড প্লেয়ারদের সেন্চুরি আছে । আমাদের তাও নাই । আমরা কি এগুচ্ছি, না পিছুচ্ছি । সবাই জানি আমাদের অবস্থানটা কি ?
আমরা সবসময় বেশী আশাবাদি । তাই আশা পুরন না হলে বেশী হতাশ হয়ে যাই ।
আমার একটি পর্যবেক্ষন আছে এবং সেটা হচ্ছে : আমাদের প্রতিটি প্লেযারের যেন লক্ষ হচ্ছে অধিনায়ক হওয়া । সে জন্য সে ভাল খেলে । তাকে যখনই অধিনায়ক করা হয়, তখন থেকে তার খেলা খারাপ হতে শুরু করে । ভাল খেলোয়ারকে অধিনায়ক করা যাবে, যদি না সে খারাপ খেলে - এই শর্তে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।