আমাদের কথা খুঁজে নিন

   

লৌহকঠিন যুক্তি

বি:দ্রি হিউমরহীন ব্যাক্তিদের প্রবেশ নিষেদ ।

-‘তুমি আমাকে ভালোবাসো?’ ‘বাসি। ’ -‘খুব?’ ‘খুব। ’ -‘তাহলে চলো না, বিয়ে করে ফেলি?’ ‘আমি তো বিয়ের বিপক্ষে নই। ’ -‘তাহলে বাধা কোথায়?’ ‘আমার কোনো বাধা নেই।

’ -‘তাহলে বিয়ে করে ফেলা যাক। ’ ‘ঠিক আছে...কিন্তু আমরা থাকব কোথায়?’ -‘মমম...শুরুর দিকে ঘর ভাড়া নেব। ’ ‘ঠিক। কিন্তু ভাড়ার টাকা আসবে কোত্থেকে?’ -‘ইভনিং কোর্সে ভর্তি হব, দিনের বেলা কাজ করব। ’ ‘ঠিক বলেছ।

আর রান্না করবে কে?’ -‘আমার মা চমৎকার রান্না করে। তোমার গ্র্যানি এসেও রান্না করে দিয়ে যাবে মাঝেমধ্যে। ’ ‘তা-ই যদি হবে, তাহলে বিয়ে করার দরকারটা কোথায়?’ -‘আমরা বাচ্চা নেব, তাকে বড় করব। ’ ‘কিন্তু সে তো সারাক্ষণ চিৎকার করবে, সারাটা সময় বসে থাকতে হবে তার সঙ্গে। সিনেমা-থিয়েটারে যাওয়া শিকেয় উঠবে।

’ -‘তাহলে আমরা বাচ্চা নেব না। সিনেমা-থিয়েটারে যাব শুধু। আর কুকুর পুষব। ’ ‘কুকুর নিয়ে সিনেমা-থিয়েটারে ঢুকতে দেবে না। ’ -‘তাহলে কুকুরও পুষব না।

ঝাড়া হাত-পা নিয়ে সিনেমা-থিয়েটারে যাব। ’ ‘কিন্তু সিনেমা-থিয়েটারে তো আমরা এখনো যাই। ’ -‘যাই। ’ ‘তো?’ -‘তখন আমরা যাব একসঙ্গে। ’ ‘আমরা সব সময় একসঙ্গে থাকি, তুমি সেটা চাও?’ -‘সব সময়? বিরক্তি চলে আসবে না?...তবে আমরা যদি কাজ করতে শুরু করি, তাহলে এমনিতেই সারাক্ষণ একসঙ্গে থাকা হবে না।

’ ‘তার মানে, সারাক্ষণ একসঙ্গে না থাকতে চাইলে আমাদের কাজ করতে হবে? আমরা তো এখন কাজ করি না, তবু সারাক্ষণ একসঙ্গে থাকা হয় না, ঠিক?’ -‘তাহলে তখন কাজ করব না। ’ ‘কাজ না করলে টাকা আসবে কোত্থেকে?’ -‘তাহলে তখন আমরা একসঙ্গে বাস করব না। ’ ‘হ্যাঁ, তাহলে ঘর ভাড়া নেওয়ার প্রয়োজনও হবে না। ’ -‘ঘর না থাকলে আমার মা বাসাতেই রান্না করবে। ’ ‘আর আমার গ্র্যানি আমাদের বাসাতেই।

’ -‘তাহলে তো বিয়ে করারও প্রয়োজন নেই কোনো। ’ ‘আমি তো সেটাই বলছিলাম। ’ -‘সত্যি বলতে কি, আমরা বিয়ে করব কি করব না, সেটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আসল কথা হচ্ছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তাই না?’ ‘বাসি।

’ -‘খুব?’ ‘খুব। ’ -‘তাহলে চলো না, বিয়ে করে ফেলি?’ রস+আলো থেকে পাইলাম ! লিঙ্কু এইখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.