হ্যামিলিয়ন এর এক গল্প বলবো আজ।
হ্যামিলিয়ন ইমরান সরকার। ছিল তার এক আশ্চর্য চাদর। সে এই চাদর
গায়ে দিয়ে যা চাইত তাই পেতো। চাইল সাঈদির ফাঁসি, তামিল হয়ে গেল।
বলল কাদেরের ফাঁসি,
তাও হয়ে গেল (প্রায়)। তারপর বলল ব্লগার রাজিবের খুনিদের গ্রেপ্তার চাই ২ সপ্তার
মধ্যে। তার আগেই কাজহয়ে গেল। দেশের এই নতুন সরকারের সাথে একদিন এক শিশু দেখা করতে
এল। নাম তার "মেঘ "এক বছর আগে তাঁর বাবা-মাকে কে ...বা কারা নৃশংস
ভাবে জবাই করেছিল, তাঁর চোখের সামনেই! সাহারা আন্টি, আলমগীর আঙ্কেল তাঁর বাবা-মাকে
নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে এতদিন।
তাই মেঘ হ্যামিলিয়ন ভাইয়ার কাছে ছুটে
এসেছে বাবা-মা হত্যার বিচার চাইতে। সে শুনেছে হ্যামিলিয়ন ভাইয়া যে দাবীই তুলে, সেই
দাবীই নাকি পুরন হয়ে যায় !!!!
মেঘঃ হ্যামিলিয়ন ভাইয়া, তুমি একটু আমার হয়ে আমার
মা-বাবা হত্যার বিচার চাওনা। তোমাদের পেছনে তো সারা দেশ আছে, তুমি শুধু চাইলেই হবে
!
হ্যামিলিয়নঃ খোকা, আমরা এখন ইতিহাস পরীক্ষা দিচ্ছি। তুমি এখন ইসলামিয়াত
পরীক্ষা দিতে বললে কেমনে হবে.?
মেঘঃ কিসের পরীক্ষা? বুঝলাম না ভাইয়া
কালের কন্ঠ থেকে সংগ্রহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।