বয়ে চলা সময়কে ধরে রাখার একটা প্রয়াস
এক সপ্তাহ ধরে ব্রেডবোর্ড ও ভেরোবোর্ডে ATmega মাইক্রোকন্ট্রোলারের USB বার্নার (USBasp) তৈরী করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনভাবেই সফল হতে পারছি না। পিসির সাথে কানেক্ট করলে বলে "USB device not recognized" কিন্তু ড্রাইভার চিনিয়ে দেবার পরেও কোন কাজ হয় না।তাই যারা নিজ হাতে USBasp তৈরী করেছেন তাদের সাহায্য দরকার। আমি যে ডায়াগ্রাম ব্যবহার করেছি সেটার ছবি আপলোড করলাম।
(এই ব্লগটা লেখার পর ২৩ মার্চ রাতে আমি ভেরোবোর্ডে USBasp তৈরী করতে পেরেছি)
আবুল হায়াত শিবলু
১৯ মার্চ ২০১১
ঢাকা ১০০০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।