আমাদের কথা খুঁজে নিন

   

তেজস্ক্রিয় অনুভূতি - লিখেছেনঃ আকতার জাভেদ



লিখেছেনঃ আকতার জাভেদ (তারিখঃ ১৭ মার্চ ২০১১, ৪:৪৭ অপরাহ্ন) ১ আমার আকাশে অনেক নীল মেঘ অথচ তাদের আকাশে অনেক ধূলোবালি, পা ভেঁজে - বুক আর পাটাতন উল্টানো ছাদে হেঁটে যায় সবকিছু । ২ শুণ্যে ঝুলতে থাকে সাগরের নোনা জল, তারাও - আকাশের সব তারা - তাদের আকাশে আজ অনেক ধূলো মেঘ ৩ ফুকুশিমা এবং তিন তারপর পুরোটাই গার্বেজ ৪ যতটা উচুঁতে আকাশ তারচেয়ে উঁচু আমি, তুমি এবং সে তারা কিন্তু আজ নির্বাসনে ৫ পুরো বিমান বন্দরে আজ কোন পাখি নেই, যন্ত্র নেই আছে কিছু পারমানবিক কেউ জানে না - কী নেই ৬ ৮.৯ নাকি নোনাজল মানবিক নাকি আমাদের সেই পারমানবিক তবুও আমরা বাচতে চাই ৭ অত:পর পুরো বিমানচত্বরে একাধিক হাত-পা দেখে একজন মনীষি কাছে আসেন, উপত্যকায় বৃষ্টি নামে - ডুবতে থাকে রঙ্গিন ল্যাম্পপোস্ট । ৮ যা কিছু প্রকৃতির সব কিছু তার, আমাদের কারো নয় তবুও কাঁদে শিশু ; ৯ ছোঁয়াচে হয়ে পড়ছে প্রিয় নগরী, প্রিয় রাস্তা আর প্রিয় বেলকনি আমি তুমিও কি ১০ কাঁদে চোখ তেজস্ক্রিয় হয়ে গেলে পুরো ত্বক কেউ কী নিশ্চুপ হয়ে পড়ে - মৌনতায় ১১ দূরদর্শনে কিছু শুণ্য একে একে তেজস্ক্রিয় হয়ে পড়ছে -আমরা খুজঁছি নো ফ্লাই জোন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।