আমাদের কথা খুঁজে নিন

   

গুয়ানতানামোর বন্দিদের মুক্ত করার অঙ্গীকার আল কায়েদার

বুধবার ইন্টারনেটের এক ইসলামি ওয়েবসাইটে পোস্ট করা এক অডিও টেপে তিনি এসব কথা বলেছেন। ওই অডিওতে তিনি সিরিয়ায় গৃহযুদ্ধে হিজবুল্লাহর জড়িয়ে পড়া নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “গুয়ানতানামোতে আমাদের ভাইদের অনশন ধর্মঘট যুক্তরাষ্ট্রের কুৎসিত চেহারা প্রকাশ করে দিয়েছে। আল্লাহর কাছে ওয়াদা করছি আমাদের বন্দিদের মুক্ত করা না পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না। এদের মধ্যে আছেন ওমর আব্দেল রহমান, আফিয়া সিদ্দিকি, খালেদ শেখ মোহাম্মদ, এছাড়া যে কোনো জায়গায় নির্যাতিত প্রত্যেক মুসলিমরা।

” তিনি বলেন, সিরিয়ায় ইরানি আধিপত্য প্রতিষ্ঠা করতেই হিজবুল্লাহ গেরিলারা দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছে। তবে গুয়ানতানামো বে কারাগার থেকে বন্দিদের মুক্ত করতে আল কায়েদা কি করবে তা বিস্তারিত বলেননি তিনি। তবে জঙ্গিরা অতীতে পশ্চিমা নাগরিকদের অপহরণ করে কারাবন্দি সঙ্গীদের মুক্তির জন্য ব্যবহার করেছিল। গত সপ্তাহের ইরাকের দুটি কারাগারে হামলা করে ৫শ’ বন্দিকে ছাড়িযে নিয়ে যাওয়ার দায়িত্ব স্বীকার করেছে আল কায়েদা। মঙ্গলবার পাকিস্তানের একটি কারাগারে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে আড়াইশ’ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে।

দুটি দেশ থেকে ছাড়িয়ে নেয়া এসব বন্দির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দুর্ধর্ষ জঙ্গি রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.