আমাদের কথা খুঁজে নিন

   

মিশরস্থ বাংলাদেশী কমিউনিটির মিশর সীমান্তে সফলতার পর তিউনেসিয়ার সীমান্তে সাহায্য পাঠানোর সম্ভাবনা

দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
মিশরস্থ বাংলাদেশী কমিউনিটি দীর্ঘ তিন সপ্তাহ যাবত একাধারে নিরলস ভাবে লিবিয়া যুদ্ধ ফেরত তাদের বাংলাদেশী ভাইদেরকে দেশে পাঠাতে মিশর সীমান্ত সাল্লুমে বিভিন্ন ধরনের সাহায্য- সহযোগীতা করে আসছে । বাংলাদেশ দুতাবাস কায়রো, মিশরস্থ বাংলাদেশী কর্মজীবি, আল আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র ছাত্রীদের সহযোগীতায় সাল্লুম বর্ডার থেকে প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশীরা তাড়াতাড়ি দেশে ফিরতে সক্ষম হয়েছেন । সাল্লুম বর্ডারে এখনও অবস্থান করছেন বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাগন ও বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে প্রেরিত আল আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্রগন । সাল্লুম বর্ডারে বাংলাদেশী কমিউনিটির বিশেষ টিম পাঠানোর কারনে বাংলাদেশীরা অনেক দ্রুত দেশে ফিরতে পেরেছেন বলে ব্যক্ত করেছেন লিবিয়া ফেরত বাংলাদেশীরা ।

তারা বলেনঃ ছাত্ররা এখানে আসার কারনে তারা আই ও এম, ও আই এম এর সাথে যোগাযোগ, এয়ারপোর্ট , চিকিৎসা , ফরম পুরন, টিকেট প্রসেসিং, সিরিয়াল রক্ষা ইত্যাদি কাজে প্রান ফিরে এসেছে। চ্যানেল আই তে সাক্ষাতকারে একাধিক শরর্নাথীরা এটা দাবী করেন । এদিকে এটিএন নিউজের মুন্নি সাহা, এটিএন বাংলার কারামাতুল্লাহ বিপ্লব, চ্যানেল আইয়ের পান্থ রহমান ভাইরা আসায় কাজের গতি আরো বেড়ে যায় । ফলে সবর্শেষ রিপোর্ট অনুযায়ী ২০০/ ৩০০ শত লোক ছাড়া বাকী সবাই দেশে ফিরতে সক্ষম হয়েছেন । মিসরের সাল্লুম বর্ডারে মিশরস্থ বাংলাদেশী কমিউনিটির বিরাট সফলতার কারনে বাংলাদেশী কমিউনিটি এবার তিউনেসিয়ার বর্ডারে সেচ্ছেসেবক পাঠানোর চিন্তা ভাবনা করছেন ।

এ ব্যাপারে আজ ১৬/৩/২০১১ ইং একটি বিশেষ মিটিং আয়োজিত হয় । আগামী শুক্রবারের মধ্যে তারা একটি সঠিক সিদ্ধান্তে পোছবেন বলে আশা ব্যক্ত করেছেন কমিউনিটির সদস্যরা । [img|http://media.somewhereinblog.net/images/thumbs/almamun1987_1300326243_1-IMG_9383.JPG
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।