আমাদের কথা খুঁজে নিন

   

মাছরাঙ্গা পাখিঃ আমার মহামান্য অতিথী



মাছরাঙ্গা পাখি আমার খুবই প্রিয় একটি প্রানী।আজকাল আর এটিকে আগের মত দেখা যায় না।যদিও আমরা ছোটবেলায় হরেকরকম মাছরাঙ্গা পাখি দেখতাম,যেমন-হলুদ,নীল প্রভৃতি।কয়েকদিন আগে হঠাত করে আমি এটির দেখা পাই।আমার বিছানা থেকে জানালা দিয়ে পাশে একটি গাছ দেখা যায়।সেদিন হঠাত আমি দেখি গাছে একটি মাছরাঙ্গা বসে আছে।সাথে সাথে ক্যামেরা নিয়ে প্রস্তুত হই,সমস্যা হলো জানালা খুললেই শব্দ পেয়ে এটি চলে যেতে পারে,বা ক্যামেরার ফ্লাশের ঝল্কানি পেলেও একিই অবস্থা হবে,তাই করলাম কি খুব আস্তে থাই জানালা একটু ফাঁক করলাম এবং যেহেতু বিকাল তাই ফ্লাশ অফ করে ওটুকু আলোতেই দুটো শট নিলাম।খুবই আনন্দ পেলাম যুগপত ছবি তুলে ও আমার আশেপাশে এখন ও পাখিগুলো আসে এই ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।