যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
মাহমুদ মিয়া বেকার
তাই বলে কি শখ নাই তার
বিশ্ব ঘুরে দেখার
আসলে পরে চেকার
বলল হেসে মাহমুদ মিয়া
ট্রেন কি তোমার একার?
অনেক অনেক দিন আগের কথা, সেই ছোট বেলায় চয়নিকায় পড়েছিলাম মনে হয়। আজকাল শিশুরা চয়নিকা পড়ে কিনা জানিনা, তবে মাহমুদ মিয়ার সেই শখ মাথায় চেপে বসেছে সিন্দাবাদের ভূতের মত। কিন্তু এই বিশাল বিশ্বে চাইলেই তো আর ভ্রমণ করা সম্ভব নয়, কাড়ি কাড়ি টাকা, টিকেট-ভিসা, কত কি চাই। তাই ঠিক করলাম, সাইবার জগতেই সারতে হবে বিশ্ব ভ্রমণ! ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ওয়ার্ল্ড টুর!
আপনিও হতে পারেন এই টুরে সফর সন্গী। টাকা পয়সা লাগবে না, একদম ফ্রী!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।