আমাদের কথা খুঁজে নিন

   

অনন্য ও অসাধারণ একটি Game - World of Goo (এবং একই সাথে Corporate World এর গুষ্ঠি উদ্ধার)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আমি সাধারণত পিসিতে গেইম তেমন একটা খেলি না, ব্লগে পোস্টও দেইনা এইসব ব্যাপারে কোন। বিশেষতঃ সাম্প্রতিক সময়ের গেইমগুলোর হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট এতো বেশি হয়েছে যে আগ্রহটা আরো বেশি মাত্রায় হারিয়েছি। মাঝখানে কিছুদিন নেট ঝামেলা করায় পিসিতে সচরাচর যা করি তা করা সম্ভব হয়ে ওঠেনি। নেটে অসংখ্য ফোরামে World of Goo এর সুনাম দেখেছি। ইউটিউবেও দেখেছিলাম ভিডিওর ছড়াছড়ি।

আর গেইমটার GameSpot এ Critic Rating ৯.৩, User Rating ৯.০। যারা GameSpot এর রেটিং সিস্টেম সম্পর্কে জানেন তাদের জানার কথা যে ৯.৩ Critic Rating পাওয়া সহজ ব্যাপার নয়। তাই খুব জানার ইচ্ছে ছিলো আসলে কি এমন গেইম এটা যে মানুষ এতো পছন্দ করছে, এতো কথা বলছে। অবশেষে ডাউনলোড করেছিলাম, কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলাম না। অবশেষে সে সুযোগও পেয়ে গেলাম জিপির বদৌলতে আমার নেট ঝামেলা করায়।

প্রথমেই বলে রাখি গেইমটি একটি Puzzle গেইম। অনেকেই Puzzle বেইজড পছন্দ করেন না। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি গেইমটা খেলার পরে তাদের এ ধারনাটার বিলুপ্তি ঘটবে। গেইমটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সংখ্যক Goo Ball কে তাদের লক্ষ্য একটি পাইপ পর্যন্ত পৌঁছে দেয়া। আর এ জন্য আপনাকে এসব Goo Ballগুলো একটির সাথে আরেকটি জুড়ে ত্রিকোণাকার আকৃতি সৃষ্টির মাধ্যমে তৈরি করতে হবে রাস্তা/ব্রীজ/টাওয়ার/পথ যার মাধ্যমে Goo Ballরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে - শুধু তাই নয় আপনাকে অভিকর্ষের বাধা টপকাতে হবে, কন্টকময় পথ পারি দিতে হবে, ধারালো ব্লেডের হাত থেকে বাঁচতে হবে - Goo Ball সবগুলো একরকম নয় এবং গেইমে বিভিন্ন রকমের Goo Ball রয়েছে।

একেক ধরনের Goo Ball একে ধরনের বৈশিষ্ট্যের অধিকারী - কোনটার বা দৃঢ়তা বেশি তো কোনটা বা আগুনে দাহ্য। গেইমটিতে মোট ৫টি Chapter ও প্রতিটি Chapter এ বেশ ক'টি করে Level রয়েছে। বিঃ দ্রঃ গেইম খেলার সময় দেখবেন আশেপাশে কিছু মাছির মতো পোকা উড়ছে। এগুলোকে বলে Time Bug। এগুলোয় ক্লিক করলে কোন ভুল করলে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।

কাহিনী: এটা বলার জন্যেই আমি এতোক্ষণ মুখিয়ে ছিলাম। এই গেইমটির সবচেয়ে আকর্ষনীয় বিষয়টি হচ্ছে এর কাহিনী। এর কাহিনী রচিত হয়েছে আধুনিক বিশ্বের শিল্পায়ন নীতিকে নিয়ে। গেইমটিতে পদে পদে তুলে ধরা হয়েছে কিভাবে কর্পোরেট ওয়ার্ল্ড ও কর্পোরেট নীতির বেড়াজালে আবদ্ধ আমাদের এই পৃথিবী। আর তাই বাদ যায়নি কিছুই - Google এর User দের তথ্য পাচার থেকে শুরু করে কর্পোরেট ভূবনে মেয়েদের অস্বাভাবিক পদোন্নতি এর সবই আছে।

আছে কম্পিউটার যুগের সূচনা, পরিণতি। The Sign Painter নামে একজন আপনাকে গেইমের সব লেভেলেই নোটিশবোর্ডের মাধ্যমে কিছু হিন্ট দিয়ে যাবে। কখনো কখনো আপনার কাছে The Sign Painter এর কথাবার্তা হেঁয়ালিপূর্ণ মনে হতে পারে কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন কথাগুলো হয় লেভেল কিভাবে পেরোতে হবে সে সম্পর্কে নতুবা কর্পোরেট ওয়ার্ল্ডের কোন নীতি সম্পর্কে ঠেঁস/বাঁশ মারা কোন উক্তি। এক কথায় অপূর্ব এর কাহিনী। গেইমটায় যতো লেভেল পেরোবে আস্তে আস্তে লেভেলগুলো ততো কঠিন হবে - তবে কখনোই অসহনীয় মাত্রায় কঠিন নয়।

এমন কঠিন নয় যে দেখা গেলো আপনি একটা লেভেলে নিয়েই বসে আছেন সারাদিন। আর এই কারনেই গেইমটি সবাই খেলতে পারবে। এমনকি কাজের খুব ব্যস্ততার মাঝেও গেইমটি আপনি খেলতে পারবেন - সামন্যটুকু বিরক্তিও আসবে না। তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে ফেলুন না! ভাবছেন না জানি কতো বড় গেইমটা? মোটেও না, গেইমটার সাইজ মাত্র ৬২ মেগাবাইট। আর কি চাই! ডাউনলোড লিংক: View this link ডাউনলোড করে শুধু ইন্সটল করলেই হবে, আর কিছু করা লাগবে না।

গেইমটা চালাতে কোন আহামরী কনফিগারেশন লাগবে না। ৫১২ মেগাবাইট RAM (২৫৬তেও চলবে, তবে ৫১২ রেকোমেন্ডেড), যেকোন 3D গ্রাফিক্স কার্ড, 1.0 Ghz প্রোসেসিং স্পিড, DirectX 9.0 আর ১০০ মেগাবাইটের মতো হার্ডডিস্ক স্পেসই যথেষ্ট। সোজা কথায় গত ৫ বছরের মধ্যে পিসি কিনে থাকলে/আপগ্রেড করে থাকলে আরামসে চলবে। আশা করি গেইমটি আপনাদের ঠিক ততোটাই ভালো লাগবে যতোটা আমার লেগেছে। ডাউনলোডটাও বৃথা যাবে না।

গেইমটির ভিডিও ট্রেইলার:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।