আমাদের কথা খুঁজে নিন

   

মালাইকার 'মুনি্ন বদনাম হুয়ি' গিনেস বুকে



সালমান খান অভিনীত দাবাং ছবির আইটেম গান মুনি্ন বদনাম হুয়িতে উত্তাল নাচ দিয়ে সিনেমা দর্শকের হৃদয় আর চোখে উত্তাপ ছড়িয়ে ছিলেন আইটেম গানের রানি মালাইকা অরোরা। এবার এই গানটি জায়গা করে নিল বিশ্ব গিনেস রেকর্ড বুকে। মালাইকার নেতৃত্বে এই গানের সঙ্গে তাল মিলিয়ে ৩ মিনিট ধরে নেচেছে ১২শ' নৃত্যশিল্পী। এ কারণেই গানটির ঠাঁই হলো গিনেস রেকর্ড বুকে। বলিউডির ছবির প্রচারণা চালাতে এই অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১১ এর পরিচালক মিটু ভৌমিক ল্যাং।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে মুনি্ন বদনাম হুয়ি গানের সঙ্গে একযোগে অংশ নেয় ১২শ' নৃত্যশিল্পী। রেকর্ড গড়ার জন্য রোববার মালাইকার হাতে একটি সনদপত্রও তুলে দেয়া হয়। ল্যাং বলেছেন, এটা সত্যি অভূতপূর্ব এক দৃশ্য যে, একসঙ্গে এত বিশাল সংখ্যক নৃত্যশিল্পী সমান তালে নেচেছে। প্রসঙ্গত, এর আগে একটি গানে একসঙ্গে ১ হাজার ৮ জন নৃত্যশিল্পীর নাচের রেকর্ড ছিল সিঙ্গাপুরের। মালাইকার এই নাচের সময় সঙ্গী হিসেবে ছিলেন স্বামী আরবাজসহ তার ছেলেও।

জমকালো এই অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, পরিচালক কুমার গুপ্ত ও কবির খান এবং পাকিস্তানি পপশিল্পী আলী উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.