তোমাকে ভাবাবোই
স্টাফ রিপোর্টার: সংবিধান সংশোধনী নিয়ে ‘বানরের হাতে লাঠি তুলে দিয়েছে আদালত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার। বলেছেন, নিজেদের অপকর্মের ভারেই সরকারের পতন হবে। গতকাল রবিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৪র্থ কারাবন্দিত্ব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংবিধান রক্ষণ ও সংরক্ষণ করবে বিচারবিভাগ। কিন্তু আদালতের রায়ের সুযোগে ৮টি সংশোধনীর স্থলে ৮০টি সংশোধনী এনেছে সরকার।
প্রধানবিচারপতির রায় আমাদের মানতেই হবে মন্তব্য করে তিনি আরো বলেন, কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ের ফলে বানরের হাতে লাঠি তুলে দেবার মতো ঘটনা ঘটেছে। সরকার সংবিধানের যেখানে খুশী লাঠি মারছে। সাবেক সচিব এমকে আনোয়ার বলেন, ৫ম সংশোধনী বাতিল হয়নি। এটা বাতিল হলে বাকশাল প্রতিষ্ঠা হবে। কোন প্রতিষ্ঠানই আর থাকবে না।
এ চক্রান্তও করছে সরকার অভিযোগ করে তিনি বলেন, দেশের প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিচ্ছে সরকার। দুদককে সরকার এমনভাবে ধ্বংস করে ফেলছে যেন ভবিষ্যতে এ সরকারের কোন দূর্নীতি আর কেউ খুজে না পায়।
দেশের পরিস্থিতি সংকটাপন্ন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, এ সরকার শুধু ভাত-কাপড় লুন্ঠনেই ব্যস্ত নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুন্ঠন করতে চায়। অরাজকতা, মিথ্যাচার আর মানুষের অধিকার হরণের মধ্যে চলছে দেশ। আওয়ামী লীগের সমর্থক না হলে দেশে বসবান করতেই দেবে না তারা।
এথেকে নিস্তার পেতে একমাত্র পথ সংগ্রাম। আর তা থেকে পিছিয়ে গেলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সংবিধান অপহরণের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার পুরণ না করায় আমাদের রুখে দাড়াতে হবে। আওয়ামী লীগ মরহুম শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের বিচার করেছে এমন দাবি ঠেক নয় মন্তব্য করে এমকে আনোয়ার বলেন, এখনো বিশ্বের অনেক স্থানে শেখ মুজিবর রহমানের হত্যাকারীরা রয়েছে।
কিন্তু আওয়ামী লীগ তাদের বিচার করতে পারেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।