আমাদের কথা খুঁজে নিন

   

৫৮ আর লজ্জার নাম নয়।।

ভালো পোলা

৫৮ সংখ্যাটা রীতিমতো এক আতঙ্কের নাম বাংলাদেশের অগনিত ক্রিকেট ভক্তের কাছে। ওয়েস্ট ইন্ডিজ এর কাছে ৫৮ রানে অল আউট হওয়ার পর থেকে যে ঝড় গেছে বাংলাদেশের ক্রিকেটের উপর দিয়ে তারপর থেকে আমাদের ক্রিকেট মহলে ৫৮ এক নিষিদ্ধ সংখ্যার নাম। একজন ক্রিকেট ভক্ত হিসাবে আমিও ৫৮ কে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিলাম। আমি নিজে নিজেই এর একটা ব্যাখ্যা দাড় করালাম। ভাবলাম ৫৮ সংখ্যাটার দুই অঙ্কের(৫,৮) যোগফল ১৩,আর এই ৫৮ ও মনে হয় আমাদের ক্রিকেটের আনলাকি ১৩।

তামিম-ইমরূল যখন ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রান পার হল ১ উইকেটে তখনও মনের অজান্তে বের হয়ে এল দীর্ঘশ্বাস-যাক ৫৮ পার হইছি!!! অনিশ্চয়তার খেলা ক্রিকেট। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডই এর জ্বলন্ত প্রমান। সেদিন যে ইংল্যান্ড হেরে গেল আয়ারল্যান্ডের কাছে তারাই আবার হারাল সাউথ আফ্রিকাকে,কিন্তু শেষ রক্ষা আর হল না বাংলাদেশের সাথে। ক্রিকেটের এই অনিশ্চয়তা হয়ত প্রযোজ্য এর আনুষঙ্গিক রেকর্ড সমূহের ক্ষেত্রেও। তা না হলে যে ৫৮ এত দিন আমাদের লজ্জার নাম হয়ে ছিল তা আজ আমাদের গর্বের নাম হয় কিভাবে??? ২২৫ রান তাড়া করতে গিয়ে ১৬৯ রানেই নেই ৮ উইকেট।

উইকেটের একপাশে মাহমুদুল্লাহ আর অন্যপাশে ব্যাটসম্যান হিসাবে "নাদান" শফিউল। আমরা যখন শেষ দেখতে শুরু করেছিলাম নিজেদের বিশ্বকাপের তখনি আবার ৫৮ এর ভেলকি দেখল ক্রিকেট বিশ্ব, দেখতে পেল ধ্বংসস্তূপ এর মধ্য থেকে কিভাবে মাথা তুলে দাড়াল বাংলার বাঘেরা। শফিউল আর মাহমুদুল্লাহর ৫৮ রানের অবিস্মরণীয় জুটিই তীরে পৌছালো বাংলাদেশের তরীকে। ভাবতে ভাল লাগছে আর এই সংখ্যাকে এড়িয়ে চলতে হবে না,এই ৫৮ আর আমাদের জন্য আনলাকি নয় ,এখন থেকে আমাদের গর্বের নাম ৫৮।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।