মনে অনেক কথা, কি যে বলি !! গত ম্যাচে এমন পরাজয় খুব হার্ট হইচিলাম তাই আজ যখন বাংলাদেশ বোলিং ভাল করল তখন ঠিক করচিলাম জিতলেও অনেক আনন্দ করব না । কিন্তু যখন হরতে বসলো মন খারাপ হবে বলে খেলা দেখা বন্ধ করে পিসি তে বসছি আর ভাবতেসি আমি এই দলে থাকলে কিভাবে বাংলাদেশ কে জিতাইতাম...। হটাত পাশের রুমে হাত তালির শব্দ শুনে যেয়ে দেখি বাংলাদেশ ভাল খেলতেসে । ১৬ কোটি মানুষের প্রাথনা আল্লাহ্ শুনসে । আমি আমার কথা রাখতে পারি নাই ।
আমি আনন্দ করসি , আনন্দে আমার চোখে পানি চলে আসছে । আর কি প্রয়োজন আছে বাংলাদেশ বাদে অন্য কোন দল সাপোর্ট করার । এত দিন অনেকে বলত বাংলাদেশ জিত্তে পারে না । এখনও বাংলাদেশ জিত্তে পারে কিনা আমি জানিনা কিন্তু স্বপ্ন তো দেখাতে পারে । আমি স্বপ্ন দেখতে চাই , স্বপ্ন দেখতে চাই বাংলাদেশ কে নিয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।