আমি সাধারন একজন মানুষ। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতেই পছন্দ করি। বানিয়ে বলার অভ্যাস আমার নেই। ১। এক লোক মারাত্মক আহত হয়েছে।
হাতে লম্বা সেলাই দেয়া লাগবে।
অপারেশন টেবিলে শুয়ে সে কাতর
চোখে ডাক্তারকে বললো, ডাক্তার
সাহেব একটা কথা আছিল।
ডাক্তারঃ কি কথা বুঝতে পেরেছি আর
বলতে হবে না, সেলাইয়ের সময় যেন
ব্যাথা না দেই এই তো?
.
.
.
.
লোকটিঃ না না, তা নয় ডাক্তার
সাহেব, সেলাই তো ভালমতো করবেনই
লগে আমার শার্টের হাতার বোতামটাও
একটু সেলাইয়া দিয়েন, ছুইটা গ্যাছে।
২। স্যার পল্টুকে বললেন...........
স্যারঃ তুমি বড় হয়ে কি করবে ?
পল্টুঃ ফেসবুক ইউজ
স্যারঃ আমি বুঝাতে চাচ্ছি বড়
হয়ে তুমি কি হবে ?
পল্টুঃ ফেসবুক ইউজার
স্যারঃ আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও ?
পল্টুঃ পোষ্টে লাইক
স্যারঃ গাধা,তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে?
পল্টুঃ পেজ খুলব
স্যারঃ গর্দভ,তোমার বাবা মা তোমার কাছে কি চায় ?
পল্টুঃ আমার আকাউন্টের পাসওয়ার্ড
স্যারঃ ইয়া খোদা... তোমার জীবনের লক্ষ্য কি ?
.
.
.
.
পল্টুঃ আপনার মেয়ের আকাউন্ট হ্যাক করা।
স্যার অজ্ঞান!
৩। শাশুড়ী ছেলের বউকে পরীক্ষা করে দেখছে যে ছেলের বউ
তাকে কতটা সম্মান করে-----
শাশুড়ীঃ বউমা তুমি আমাকে কত
ভালোবাসো এবং সম্মান করো ?
ছেলের বউঃ আম্মা ভালোবাসা তো প্রকাশ করা যায় না । তবে সম্মান টা একটু হলেও দেখানো যায় আর আপনি আমার অনেক সম্মানের মানুষ.... আপনার
পায়ের পাশেই তো আমাদের
জায়গা
শাশুড়ীঃ বাহ...তার মানে আমি যদি বিছানায় বসি..তুমি তাহলে আমার পায়ের পাশে বসবে ?
ছেলের বউঃ না আম্মা...আমি বিছানার পাশে আপনার পায়ের
সাথে চেয়ারে বসবো....আপনি সবসময় আমার উপরে থাকবেন..
শাশুড়ীঃ হুমম্ আমি যদি চেয়ারে বসি তাহলে?
ছেলের বউঃ আম্মা আমি মোড়া তে বসবো ...
শাশুড়ীঃ আমি যদি মোড়া তে বসি??
ছেলের বউঃ আমি তাহলে পিড়িতে বসবো
শাশুড়ীঃ আমি যদি পিড়িতে বসি??
ছেলের বউঃ তাহলে আমি মাটিতে বসবো আম্মা
শাশুড়ীঃ আমি যদি মাটিতে বসি?
ছেলের বউঃ আম্মা আমি তাহলে মাটিতে একটি গর্ত খুঁড়ে সেটাতে বসবো...
শাশুড়ীঃ আর আমি যদি গর্তটি তে বসি?
.
.
.
.
.
.
ছেলের বউঃ তাহলে কি আর করবো আম্মা!! আমি গর্তটি তে মাটি ফেলে চাপা দিয়ে চলে আসবো!!!
৪। স্কুলের ইংরেজী শিক্ষক ও ছাত্র....
শিক্ষকঃ বলোতো TENSE কত প্রকার ও কী কী?
ছাত্রঃ TENSE তিন প্রকার স্যার
শিক্ষকঃ হুম গুড, উদাহরণ দাও তো ?
.
.
.
.
ছাত্রঃ ( কিছুক্ষণ ভেবে )কাল আপনার
মেয়েকে দেখলাম, আজ ভালোবাসলাম,
আগামীকাল সাথে নিয়ে পালাবো!
৫। বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার
হলে গিয়ে দেখল গরীবদের ওপর
রচনা লিখতে হবে....
সে লিখতে শুরু করল----
""এক দেশে একটি খুবই গরীব পরিবার
ছিল।
বাবা গরীব, মা গরীব, বাচ্চারাও
গরীব। বাড়িতে ৪জন কাজের লোক ছিল-
তারাও গরীব। তাদের BMW গাড়িটাও
ভাঙ্গাচোরা ছিল। বাচ্চাদের ছিল
পুরোনো আইফোন মোবাইল। বাড়িতে ছিল
মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি।
পুরো পরিবারটা খুবই কষ্টে থাকত
তারা ছিলো সত্যিকার অর্থেই গরিব। "" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।