আমাদের কথা খুঁজে নিন

   

প্রজননে ছলনার আশ্রয় নেয় এন্টিলোপ

কিন্ত যে সাধেনি কভু জন্মভূমি হীত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধম জানাও সত্বর অতীব ঘৃনীত সেই পাষন্ড বর্বর

যৌন মিলনের আকাংক্ষা সব প্রাণীর জন্যই একটি সহজাত বৈশিষ্ট্য। যৌনসুখ পাওয়ার জন্য মানুষের মতো অন্যান্য প্রাণীও ছলনার আশ্রয় নেয়। পুরুষ এন্টিলোপ বা কৃষ্ণসারমৃগ অতিরিক্ত যৌনমিলনের সুযোগ পেতে মাদি এন্টিলোপের কাছে মিথ্যা সঙ্কেত পাঠায়। মাদি এন্টিলোপের কাছে এমন সঙ্কেত পাঠায় যে ভয়ের কিছু আছে বা কোন অজানা হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। কেনিয়ার দক্ষিণ-পশ্চিম বনাঞ্চলে এন্টিলোপের মধ্যে এ ধরনের বিচিত্র আচরণ দেখা যায়।

স্ত্রী এন্টিলোপ কামোত্তেজিত থাকা অবস্থায় পুরুষ এন্টিলোপ এ ধরনের মিথ্যা সঙ্কেত পাঠায়। আর স্ত্রী এন্টিলোপও এ সঙ্কেতে সাড়া দিয়ে পর্যাপ্ত সময় পর্যন্ত ওই নির্দিষ্ট এলাকায় অবস্থান করে। স্ত্রী এন্টিলোপও এমন সুযোগ করে দেয় যাতে পুরুষ এন্টিলোপ একাধিকবার যৌন মিলনের সুযোগ পায়। গবেষকরা প্রমাণ পেয়েছেন যে, এন্টিলোপের প্রতি ফোঁস ফোঁসানি শব্দ কোন হুঁশিয়ারি নয়; এ ধরনের শব্দ আসলে যৌন উদ্দীপনামূলক এক ধরনের বার্তা। প্রাণীদের মধ্যে বিশেষ করে এন্টিলোপের মধ্যে এ ধরনের আচরণ খুবই বিরল।

এ সংক্রান্ত গবেষণার সহ-লেখক এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিবর্তন এবং প্রাণিসত্তাবিষয়ক জীববিদ্যার ভিজিটিং স্কলার উইলাইন প্যাঙ্গন বলেন, পশুরা ছলনার আশ্রয় নেয়_এ ব্যাপারে খুবই সামান্য তথ্যপ্রমাণ মিলেছে আর ছলনার বিষয়টি যে ইচ্ছাকৃত এটা প্রমাণ করা খুবই জটিল। স্ত্রী প্রজাতির এন্টিলোপ ফোঁস ফেঁসানি শব্দ শুনে মনে করে পেছনে সিংহ বা বাঘ আসছে আর তখনই পেছনে ফিরে তাকিয়ে দেখে পুরুষ এন্টিলোপ মিলিত হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এটা সত্যিই বিস্ময়কর। প্যাঙ্গল লিভারপুল ইউনিভার্সিটির জ্যাকব ব্রো-জোর্গেনসেনের সঙ্গে একত্রে এই গবেষণা পরিচালনা করেন। কেনিয়ার মাসাই মারা জাতীয় অভয়ারণ্যে গবেষণা করেন।

দুই বিজ্ঞানী বিরল প্রজাতির এ প্রাণীদের ওপর গবেষণা করার জন্য একটি টিম গঠন করেন। তারা ২০০৫ সাল থেকে ২০০৯ সালের মধ্যে ৭৩টি স্ত্রী এন্টিলোপকে কামোত্তেজিত সময় পর্যবেক্ষণ করেন। স্ত্রী এন্টিলোপ বছরে মাত্র একবার যৌন উত্তেজনা অনুভব করে। ফেব্রয়ারী ও মার্চ মাসে এ উত্তেজনা বেশি থাকে। বিজ্ঞানীরা চারটি বিভিন্ন পুরুষ এন্টিলোপের সঙ্গে স্ত্রী এন্টিলোপের গড়ে ১১ বার যৌন মিলন প্রত্যক্ষ করেন।

যেহেতু পুরুষরা বছরে মাত্র একবার যৌন মিলনের সুযোগ পায়, তাই তারা ছলনার আশ্রয় নিয়ে থাকে। মানুষের মতো প্রাণীদেরও চিরায়ত জীবনযাত্রায় পরিবর্তন ঘটছে, যা জীববৈচিত্র্যের আরেকটি নতুন নমুনা। সূত্র: ইন্টারনেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।