আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম 'বেশতো' ব্যবহার করি

চিন্তায় স্বাধীন বাংলায় সামাজিক যোগাযোগের অনন্য মাধ্যম বেশতো । বেশ তো বাংলায় আপনি আপনার মনের ভাব আর যোগাযোগ করতে পারবেন । এটা ফেইসবুক এর মত নয় বিষয়টা অনেকটা টুইটার এর মত । তবে আমার কাছে বেশতো বেশ ভালো লেগেছে । বিশেষ করে প্রশ্ন করার বিষয় টা ।

আপনি যেকোনো সহায়তা চেয়ে প্রশ্ন করতে পারেন । আবার আপনি কোন উত্তর জানলে তা দিয়ে সহায়তা করতে পারেন এভাবে আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে । তবে এই সাইড টিতে যত বেশি মানুষ আসবে তত বেশি মজা হবে । খুদে বার্তা প্রেরন করতে পারেন টা ২৫০ শব্দের মধ্যে । পয়েন্টের ব্যবস্থা আছে ।

যেভাবে আপনি পয়েন্ট পেতে পারেন- • প্রথমবারের মত উত্তর লিখলে ১০০ পয়েন্ট পাবেন। • প্রশ্নের উত্তর লিখলে ১০ পয়েন্ট পাবেন। • প্রশ্নকর্তা আপনার উত্তরকে সবচেয়ে ভালো উত্তর হিসেবে নির্বাচিত করলে ৩০ পয়েন্ট পাবেন। • আপনার প্রতিটি প্রশ্নের উত্তর “মন্দ” নির্বাচিত হলে ১ পয়েন্ট কাটা যাবে। • একটি উত্তর “ভালো” নির্বাচন করলে ১ পয়েন্ট পাবেন।

• আপনার উত্তর “ভালো” নির্বাচিত হলে ২ পয়েন্ট পাবেন। • স্প্যামিং এবং গ্রহণযোগ্য নয় এমন লেখার জন্য, অ্যাডমিন এবং মডারেটররা, যেকোনো পরিমাণের নাম্বার কাটার পূর্ণ অধিকার রাখে। আপনি প্রশ্ন করার এবং উত্তর দেওয়ার মাধ্যমে বেশ কিছু পয়েন্ট পেতে পারেন এবং এই পয়েন্ট এর উপর ভিত্তি করে আপনি পদবী পেতে পারেন। এই পদবী গুলো হচ্ছে- গুণী (০-২৫০) জ্ঞানী (২৫১-৫০০) বিশারদ (৫০১-১০০০) পন্ডিত (১০০১-২৫০০) গুরু (২৫০১-৫০০০) মহাগুরু (৫০০১-১০০০০ ) বাংলায় সামাজিক যোগাযোগের সাইড বেশতো । একজন বাংলাদেশি হিসেবে দেশের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করা উচিৎ ।

আপনাদের সরব উপস্থিতি কামনা করছি । http://www.beshto.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.