অনেক কিছু লিখতে ইচ্ছে করে,কিন্তু ভালো লিখতে পারিনা
কবি মিখাইল শুভ্রানভিচকে আমরা কে না জানি, তিনি মূলত প্রকৃতি প্রেমী বিপ্লবী কবি হলেও তার মত প্রেমিক পুরুষ এ পৃথিবীতে খুব কম এসেছে, তার লেখা প্রথম প্রেমের কবিতা আজও অগনিত ভক্তের হৃদয়ে স্থান করে আছে। অসাধারন এই কবিতাটির বঙ্গানুবাদ নিচে তুলে দেয়া হলো
প্রিয়তমা তুমি কেদোনা
চোখের জল ফেলোনা
কাঁদলে তোমায় দিব বাড়ি
তোমার সাথে হবে আড়ি
কে বলেছে তুমি খুব সুন্দর
আমি বলি তুমি একটা বান্দর
তোমার মাথায় আছে উকুন আর মুখে কালো দাগ
মাপ ও চাই দোয়াও চাই এইবার তুই ভাগ
দয়া করে আমায় দিওনা আর মিসকল
তুমি আর নয়তো কিছুই ,একটা মাকাল ফল
*************************************************
পাখিদের নিয়ে তার লেখা একটি অসাধারন কবিতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।