আমাদের কথা খুঁজে নিন

   

আদবে আউলিয়া বেআদবে শয়তান



আজকাল আদবের বিষয়ে উদাসিনতা লক্ষ্য করার মত।কি রাষ্ট কি সমাজ প্রায় সকল ক্ষেত্রে কেমন যেন আদবের অভাব।এর জন্য কাকে দোষব্?একক ভাবে কাউকে দোষ দেয়া যাবেনা।মানুষের আদব শিখার উপযুক্ত সময় শিশুকাল,শিখানোর দায়িত্ব প্রথমে পরিবারের তারপর সমাজের এবং শিক্ষাব্যাবস্থার।আদবের বিষয়ে শিক্ষাব্যাবস্থা ও শিক্ষাপদ্ধতিতে যথে্ষ্ট গুরত্ব দেয়া উচিৎ।আদবহীন শিক্ষা কোন শিক্ষাই নয়,আদববিবর্যিত জ্ঞান কখনোই মানুষ এবং মানবতার কল্যান বয়ে আনতে পারনা।ইবলিশের কম জ্ঞান ছিলনা কিন্তু বেআদবী আর অহংকারের কারনে অবশেষে তার জ্ঞান তাকে অভশিপ্ত করে ছাড়লো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.