আমাদের কথা খুঁজে নিন

   

বেদনামদির খসড়া পোড়ে

আহসান জামান

মন চেয়ে চেয়ে পথ ভুলে গেছো কবেই; দু'হাতে অন্ধকারের ধারাপাত, নিকুন্জ্ঞে পড়ে থাকে অসহ্য অবহেলা; পাশ ফিরলেই শূন্যতার পদচিহ্ন আড়ালে আগুন জ্বলে, আড়ালে কালের মূর্ছনা। রেটিনায় বাঁধা আছে কয়েকটি উল্টোছবির ভেলা সোজা হতে পারেনি আর; স্বপ্নে উড়ে যায় চিলপাখির ডানারা। কবেকার পুরানো গন্ধরা, ভোঁতা গান আর সুরের করাত; আমাকে ছেদ করে রোজ ভোরের আলোয়। কালো কফিমগের ধোঁয়ায় ভাসে মৌনমূখরতা খুঁজে খুঁজে পেয়েছি নিরবতা, সমুদ্রঢেউয়ের ভাঁজে আঁকা; অনন্তকালের খসড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.