পরে বলবো
গত ৪ র্মাচ ২০১১ ইং তারিখে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্ত দাগনভূঁঞা যুব ফোরাম এর আয়োজনে দাগনভুঞা পৌরসভার নব নির্বাচিত মেয়র(ওমর ফারূক খান) এবং পৌর কাউন্সিলরদের সংবধনা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(দিদারুল কবির রতন) । উক্ত সংবধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্ত দাগনভূঁঞা যুব ফোরাম এর আহবায়ক জনাব মন্জুরুল আলম টিপু । ফোরামের পক্ষ থেকে নব নির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান হয় । উক্ত সভায় নব নির্বাচিতরা দাগনভুঞা পৌরসভাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত মডেল পৌরসভায় পরিনত করার অঙ্গীকার করেন । ফোরামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন ফোরামের বিভিন্ন পদস্ত বক্তারা । নব নির্বাচিত পৌরমেয়র ওমর ফারূক খান ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ছাড়াও বক্তৃতা করেন দাগনভূঁঞার কৃতি সন্তান খুরশিদ আলম সাগর, বেলার মিল্লাদ,নুর নবী দুলাল, জাহিদুল ইসলাম সেলিম, আব্দুল হালিম লিটন ও ব্যবসায়ী এ.টি.এম সাইদুল হক টিটু সহ আরও অনেকে । ---হুমায়ূন কবির-----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।