আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট জাফলং এর দৃশ্য (Sylhet, Jaflong beautiful place of nature)

গীত, বাদ্য এবং নৃত্যের একত্রিত সমাবেশকে আমরা সংগীত বলতে পারি। সংগীত এবং গান এর মধ্যে একটু পার্থক্য আছে। সংগীত কথাটি কবিগুরু এবং কাজী সাহেবের রচিত গান গুলোতেই বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা বলি রবীন্দ্রসংগীত কিন্তু আমরা বলিনা রবীন্দ্র গান। তেমনি আমরা বলি নজরুল
জাফলং যোগাযোগ ব্যবস্থা - সিলেট শহর এর কদমতলী বাসষ্ট্যাণ্ড থেকে বিরতীহীন বাস -এ করে জাফলং যাওয়া যায়।

ভাড়া ৫৫টাকা। জাফলং বেড়াতে যাওয়ার পথে তামাবিল স্থলবন্দর দর্শন করতে পারেন । তামাবিল বর্ডার দিয়ে পাসপোর্ট থাকলে ভারতে ভ্রমন করতে পারেন। এ ছাড়া জাফলং বেড়াতে যাবার পথে শ্রীপুর পর্যটন কেন্দ্রও পরিদর্শন করতে পারেন। এখানে আসলে আপনি পাহাড়ী ঝর্ণা থেকে ঝর্ণার জল পড়ার শব্দ শুনতে পারেন।

ঝর্ণার এই জলের শব্দ শুনতে শুনতে আপনার সেই মান্নাদের গানটিও হয়ত মনে পড়তে পারে। ঝর্ণা জল ছড়িয়ে জল সরিয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে.......................... হেসে হেসে যায়। বুঝি না আমি বুঝি যা .............
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.