আমাদের কথা খুঁজে নিন

   

হারছি তো কি হইছে... আবার জিতব..

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি

ওয়েষ্ট ইন্ডিজ এর কাছে আমরা ৯ উইকেটে হেরেছি... বিষয় টা তাও নয়। বিষয় টা আমরা মাত্র ৫৮ রানে অল আউট হয়ে গিয়েছি। টিভি দে দেখলাম বাংলাদেশ দলের পারফরমেন্স এ ক্ষদ্ধ সবাই। জুতো মারছে... ইট মারছে টিম এর বাসে। সাকিব কে গালাগালি করছে।

যদিও ঠিক ১ সপ্তাহ আগে এই সাকিবের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ ছিলাম আমরা। মাত্র ২০৪ রান করে কি নৈপুন্যের সাথে হারিয়ে দিল বাংলার টাইগার রা। মানুষের বাধ ভাঙ্গা উচ্ছাস ছিল সেদিন। অথচ ঠিক এক সপ্তাহ পরেও সম্পূর্ন বিপরীত চিত্র দেখলাম আমরা। ওয়েষ্ট ইন্ডিজের সাথে আমরা ৫৮ রানেই গুটিয়ে গিয়েছি।

এমন তো সব দলেরই হয়েছে। একবার দেখুন নিচের স্কোর গুলো: একটা খারাপ দিন আসতেই পারে। প্রতিদিন জিতব... তা তো হয়না। বাংলাদেশ দলের জন্য গতকালও তেমনি একটি খারাপ দিন এসেছে। খারাপ দিন তো সকল মানুষের জীবনেও আসে।

আপনার জীবনেও এসেছে... আমার জীবনেও এসেছে। তখন যদি আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার কেমন লাগবে। অবশ্যই তখন আপনার সেই খারাপ সময়টা আরো অসহনীয় হয়ে যাবে... হয়ত ঘুরে দাড়ানোর ইচ্ছেই নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় আজ আমরা। তারা যেমন আমাদের অতি দুঃখে আনন্দের বার্তা নিয়ে এসেছে।

তেমনি তাদেরও ‌খারাপ দিনেও দরকার আমাদের অকুন্ঠ সমর্থন। একবার ভেবে দেখুন... সাকিব বাহিনী কি কষ্ট পাচ্ছেনা... সাকিব বাহিনীকি অপমানরে যন্ত্রনায় কুকড়ে যাচ্ছে না... তারা কি ব্যাথিত হচ্ছে না ১৬ কোটি মানুষের হতাশা ভঙ্গের যন্ত্রনায়। অবশ্যই হচ্ছে। আমার আপনার চেয়ে অনেক বেশি গুনে হচ্ছে। কারন তাদের হৃদয়ে ধারন করে আছে ১৬ কোটি মানুষের হৃদয়।

একদিন আমরাও জিতব। একদিন আমাদের ঘরেও বিশ্বকাপ আসবে। তখন আমরও আনন্দে ভাসব.... তখন ভুলে যাব আজকের এই দিনটির কথা। ভুলে যাব সাকিব বাহিনীকে নিয়ে গালাগাল করার কথা। কিন্তু যদি কখনো চকিতে মনে পড়ে যায়... তখন কি আমি আপনি লজ্জিত হব ?? আজ আমাদের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি।

আমরা সবাই জানি ওরা পারবে... অবশ্যই পারবে। তাদের শক্তি দিন... আপনার আমার সমর্থনের মাধ্যমে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.