আমাদের কথা খুঁজে নিন

   

সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায়-কেউ কারো নয়

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শিরোনামের শানে নুযুল আমার বিস্তারিত জানা নেই। তবে আজ বাংলাদেশ ক্রিকেট দলে পরাজয়ের পর কিছুটা বুঝতে পারছি যে, বাংলাদেশ ক্রিকেট দল যখন কোন বিপক্ষ দলের সাথে জিতে তখন প্রধানমন্ত্রী, বিরোধীদলী নেত্রী, মন্ত্রী-এমপি টেলিভিশন মিডিয়া সবাই অভিনন্দন জানায়। যার যার অবস্থান থেকে সবাই নিজেদের সাফল্য মনে করে। কিন্তু পরাজয়ের পর আর কাউকে খুজে পাওয়া যায় না। এবারের বিশ্বকাপ যেহেতু আমাদের নিজেদের দেশে হচ্ছে, এজন্য বাংলাদেশ ক্রিকেট দলের কাছে আমাদের প্রত্যাশাটাও একটু বেশী।

আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকটি ম্যাচ জেতার। কিন্তু তাই বলে কি আমরা প্রত্যেকটি ম্যাচ জিততে পারবো? কখনই না। জয় পরাজয় যেহেতু আছে, সেহেতু জয়টা কে যেমন মেনে নিতে পারি, তেমনি পরাজয়টাকেও মেনে নিতে হবে। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের সাথে পরাজয়ের পর বাংলাদেশ দলের সমর্থকরা যে কান্ড ঘটিয়েছে তা খুবই দুঃখজনক। শুনেছি সাকিবের বাড়ীতে হামলা হয়েছে এমনকি খেলোয়াড়দের বহনকারী গাড়ীতেও ঢিল ছোড়া হয়েছে।

এটা একটা জঘণ্য কাজ। আমাদের ভূলে গেলে চলবে না। পাকিস্তানে সফররত শ্রীলংকান খেলোয়াড়দের বহনকারী গাড়ীতে হামলার কারণে আজ পাকিস্তান বিশ্বকাপ আয়োজনকারী দেশ হয়ে পরদেশে খেলতে হচ্ছে। একটি মাত্র পরাজয় আমাদের তো এর চেয়ে বেশী কষ্ট পাওয়ার কথা নয়। আজ যদি খেলোয়াড়দের বহনকারী গাড়ীতে ঢিল ছোড়ার কারণে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেত।

তখন পাকিস্তানের মত আমাদের ভাগ্যে কি তাই হত না? ইংল্যান্ডের মত দল যখন আয়ারল্যান্ডের কাছে হেরে যায়, তখন বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজের দুটি দলই সমমাননা। যেকোন একটি জিততে পারে এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দল যদি একটু লড়াই করে হারতো তাহলে হয়তো আজ এ পরিস্থিতির সৃষ্টি হতো না। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সমর্থক হিসেবে আমার অন্য সমর্থক বন্ধুদের বলব, আবেগতাড়িত হয়ে আমরা এমন কিছু না করে বসি, যাতে আমাদের গৌরবোজ্জল ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয়। আসুন বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে যেমন আমরা উল্লাশ প্রকাশ করি, তেমনি পরাজয়টাকেও স্বাভাবিক ভাবে মেনে নেই।

স্বাধীনতার ৪০ বছর পরও যখন আমরা বিশ্ব মানচিত্রের সব জায়গায় বাংলাদেশের নামটি পরিচিত করতে পারিনি, সেখানে মাত্র ১০ বছরের ক্রিকেটই কিন্তু বিশ্ব মানচিত্রে আমাদের চির পরিচিত করে তুলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।