আমাদের কথা খুঁজে নিন

   

আম্পায়ারের সমালোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে বিতর্কটা চলছিলই। আজ সেটা আরও উসকে দিল উসমান খাজার আউটটা। ব্যাটে বল না লাগা সত্ত্বেও সাজঘরে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ার এই বামহাতি ব্যাটসম্যানকে। বিতর্কিত এই আউটটির পর আম্পায়ারদের একেবারে ধুয়ে দিয়েছেন শেন ওয়ার্ন। শুধু সাবেক এই ক্রিকেটারই না, আম্পায়ারদের সমালোচনায় মুখর হয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কেভিন রাডও।

এটাই নাকি তাঁর দেখা খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম।  
৭৬ রানের মাথায় শেন ওয়াটসনের উইকেটটি হারানোর পর মধ্যাহ্নবিরতি পর্যন্ত নির্বিঘ্নেই পার করতে চেয়েছিলেন ক্রিস রজার্স আর উসমান খাজা। বাকি ছিল আর মাত্র ৩ ওভার। এরই মধ্যে বিতর্কিত আউটটির বলি হলেন খাজা। গ্রায়েম সোয়ানের ক্যাচের আবেদনে হাত তুলে দিলেন আম্পায়ার টনি হিল।

মেনে নিতে না পেরে রিভিউয়ের আবেদন জানালেন খাজা। হট স্পট প্রযুক্তিতে ব্যাট-বলের কোনো সংযোগ ধরা পড়েনি। তারপরও মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তটাই বহাল রাখলেন থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। আম্পায়ারদের এই সিদ্ধান্ত দেখে আর ক্ষোভ সংবরণ করতে পারেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। টুইটারের মাধ্যমে তা প্রকাশই করে ফেলেছেন, ‘এটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।