আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন এ খেলা দেখুন ( অফিস এ বা বাসাতে ) ইন্টারনেট এ বসে খেলা দেখুন ।।

নতুন নতুন তথ্য দেয়া আমার কাজ

আজ বাংলাদেশ এর খেলা , ২ টা ৩০ মিনিট এ শুরু হবে । আমাদের দলের কাছে আমাদের অনাক প্রত্যাশা । আজ বাংলাদেশ জিতবে এইটি আমাদের সবার আসা । আমরা চাই আমাদের দেশ এর দামাল ছেলেরা কামাল কিছু করে দেখাক । এর এই প্রত্যাশা নিয়ে যখন খেলা দেখেতে বসি ঠিক সেই সময় কারেন্ট চলে গেলে কেমন মেজাজ টা খারাপ হয় ? আবার মনে করেন অফিস এ আছেন খেলা দেখতে পারছেন না খুব মন খারাপ হচ্ছে ।

মনে হচ্ছে ইশ । অফিস এ আজ ইন্টারনেট লাইন না থেকে যদি টিভি র ডিশ লাইন থাকতো তাহলে কাজের ফাকে খেলাটা দেখে নিতাম । আবার ল্যাপটপ আছে ইন্টারনেট লাইন আছে কিন্তু কারেন্ট নেই বলে খেলা দেখতে পারছেন না । হি হি এই ধরনের প্রবলেম এ আমরা মাঝে মধে পরি । ।

আজ জাতে আমন প্রবলেম এ না পরতে হয় এই জন আপনাদের সাথে ১টি লিঙ্ক শেয়ার করছি আমাদের বাংলাদেশের অতি পরিচিত জটিল ZIM VS NZ MATCH GOING ON livecricket.jottil.com খেলা দেখুন আনন্দে থাকুন । আজ তো আমাদের এ খেলা দেখা যাক কি হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।