বিজ্ঞাপনঃ http://bdeconomy.blogspot.com/
ভাইবুইন ,
বড় একটা বিপদে পড়ছী, আমাগু এমডী চেয়ারম্যান ট্রেনে কইরা খুলনা যাইবার চায়, সুন্দরবন দেখবার লাইজ্ঞা। তার ঊপ্রে বার্থ ছাড়া যাইবো না। এহন কমলাপুরে ফুন লাগাইছি, মাশাল্লাহ, সেরকুম কাস্টুমার সার্ভিস। কোনো ফুন বন্ধ, কুনু ফুন এনগেজ়ড, কেঊ আবার ঠিকভাবে জানে না।
এহন আপ্নেরা যদি আমারে ক তিপয় তথ্যাদি দিয়া উপকার করেন। জিন্দেগিতেও ভুলুম না
১) খুলনা যাওয়ার ট্রেন এ বার্থ কয়টা
২) এসি চেয়ার কুচে চেয়ার কয়টা?
৩) বার্থ গুলা এসি কিনা?
৪) ১ বগিতে বার্থ কয়ডা
১৬ তারিখে যামু, রাতে, টুটাল পারসন ৪০ জ়ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।