কথা প্যাঁচাই না।
ভাই, প্রেম করতাছেন?...... ভালো কথা। তয় উড়াধুড়া পিরিতির রস খায়া টাল হইয়া যায়েন না আবার। অনেকেই আছে...... ভাব না বুইঝাই লাঁফ-ঝাঁপ দিয়া অস্থির! আগে তো বুঝেন-- পিরিতির কোন লেভেলে আছেন।
১.আপনি কি ভাই ছাদে অথবা বারান্দায় খাড়ায়া একই সাথে তিন বিল্ডিংয়ে মলি,জলি,পলি-দের কানেকশন লাগান? ফাও ভাব্স হিসেবে হাতে মোবাইল থাকে কিন্তু ফ্রি sms গুলা পুরাই খরচা করেন জরিনা/ মর্জিনা-র পিছনে??
তাইলে ভাই আপনার প্রেম 'বদমায়েশী' পর্যায়ে আছে! সত্বর ভালো হয়া যান।
মনে রাখবেন, সুসময়ে একাধিক মলি-জলি থাকলে......... দুঃসময়ের জন্য একাধিক হাই-হিল জুতাও বরাদ্দ থাকে!!
২.প্রেমিকার শর্তানুযায়ী পকেট ভারা কাঁচা-পয়সা নিয়া ডেটিংয়ে যান? আর সারা দিন ফূর্তি করে খালি পকেটে পায়ে হেটে বীরদর্পে ঘরে পদার্পন করেন??
কসম ভাই!......... আপনার প্রেম 'বিপজ্জনক' পর্যায়ে আছে!! পকেট ফাঁকা হলে তো গেলই। এমনকি পকেট ভরা থাকলেও যদি অন্য কেউ টাকার ব্রিফকেস নিয়া আসে......তখন আপনার প্রিয়তমা 'ইউটার্ন' নিলেও নিতে পারে!!
৩.প্রেমিকাকে নিয়ে সারাদিন প্রেম কাব্য লেখেন? আর টি,এস,সি কিংবা রমনায় আবেগময় গলায় তা আবৃত্তি করে শোনান??
নির্ঘাত আপনার প্রেম 'ঘোর লাগা' পর্যায়ে আছে! আপনার না-- বরঞ্চ আপনার ডার্লিংয়ের ঘোর যখন কাটবে..... তখন কিন্তু আপনার ছ্যাঁকা
খাওয়ার সু-সম্ভাবনা আছে!
৪.আধা ঘন্টায় ডার্লিংয়ের ৫০টা মিস্ড কল না পাইলে ভালো লাগে না? আপনি কল দিলে যদি কল না ধরে-তখন আপনার অন্য কোন বন্ধুরে ফোন দিয়া গালাগালি করে মনের ঝাল মিটান!??
নিশ্চিত আপনার প্রেম 'অস্থির' লেভেলে আছে। ধের্য্য লন, স্থির হন। নইলে ঘুড্ডি আপনার ভুলেই কাঁটা খায়া যাইতে পারে!
৫. ফোন-ফ্যাক্সের যুগেও নিয়মিত প্রেম পত্র লেখেন? উত্তর পাওয়ার পর চিঠি বুকে লইয়া খুশিতে গড়াগড়ি খান??
জেনে রাখবেন...'আলগা' প্রেম -অল্পদিনই করবেন! খোঁজ নিয়া দেখেন, একই হাতের লেখার চিঠি লইয়া আপনার মামা-চাচাও গড়াগড়ি খাইতাছে কি না!!
৬.আপামণিরে প্রতিদিন একবার না দেখলে মাথা ঘুরায়? কান ভোঁ ভোঁ করে আর দুই চোখে অন্ধকার দেখেন? আবার আপামনির সামনে গেলে হাত-পা ঠান্ডা হয়া যায়? গলা দিয়া শব্দ আসে কিন্তু বাক্য গঠন হয় না??
ভাইজান......... সাবধান!! আপনিতো পুরাই 'চূড়ান্ত জটিল' পর্যায়ে !!! বিবাহের বয়স হয়া থাকলে দ্রুত আপামনির সাথে ভাঁজ খায়া যান। অন্যথায়, এই গরীব দেশে আপনার দরুন গাঞ্জার বিক্রী বাড়তেও পারে!
৭.ডেটিংয়ের জন্য খালি ফাঁকা ময়দানে যান? নিরিবিলি নিরালায়--আপনার মন খালি তরপায়???
শিওরিটি লন...আপনার পিরিতি 'খায়েশ' পর্যায়ে আছে! ঘটনা এইখানেই পজ্ দেন ভাই।
শাদী মোবারকের পর পুনরায় স্টার্ট দিয়েন!!
তবে আপনার প্রেম আয়েশ কিংবা খায়েশ যে পর্যায়েই থাকুক না কেন...... অন্তত এটুকু সত্য--
"মনে মনে মনকলা যদি কেউ খায়
বিষম যাতনায় তার কিই বা আসে যায়!!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।