আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে শাজাহান কহিলা বিষাদেঃ বিএনপিতে যোগ দিয়ে ভুল করেছি !

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
গতকাল বুধবার জাতীয় গণতান্ত্রিক দল জেএসডি'র আলোচনায় বিএনপি নেতা ও তৎকালীন পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজ বলেন, "বিএনপিতে যোগ দিয়ে যে ভুল করেছি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি"। যে উদ্দেশ্য নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, বিএনপিতে থাকা সঠিক মুক্তিযোদ্ধাদের নিয়ে দলটিকে মূল ধারায় ফিরে আনতে দলটিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হেয়েছে। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, "দুর্ভাগ্য আমরা যারা লাখ লাখ মানুষের সামনে স্বাধীনতার সূর্য্যকে ছিনিয়ে এনেছি আমরাও বহুদলে বিভক্ত হয়ে পড়েছি।

"। বিএনপিতে যোগ দেয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তাদের সঙ্গে নিয়ে বিএনপিকে মূল ধারায় ফিরে আনার লক্ষ্য নিয়ে ওই দলে যোগ দেই । কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছি। আর ওই ভুলের প্রায়শ্চিত্য এখন প্রতিদিন ভোগ করতে হচ্ছে। শুধু তিনি নয় শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের নেতৃত্বে যারা জড়িত ছিলেন তাঁদের সবার ভুলের কারণে দেশের মানুষ বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে পড়েছে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।