অপেক্ষাকৃত দুর্বল দল আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছে ক্রিকেটের জনক ইংল্যান্ডকে। এই অঘটনে অনিশ্চিত হয়ে পড়েছে ইংল্যান্ডের বিশ্বকাপে টিকে থাকা। এই খেলায় দুটি রেকর্ড গড়ার পাশাপাশি আয়ারল্যান্ড উত্তেজনা ফিরিয়ে এনেছে বিশ্বকাপে। অসম প্রতিযোগিতা দেখতে দেখতে বিরক্ত দর্শকরাও পেয়েছেন আনন্দ। ইনিংসের ৫বল হাতে রেখেই ইংল্যান্ডের করা ৩২৭ রানের বিশাল পাহাড় টপকে যায় আয়ারল্যান্ড।
সাথে সাথে রেকর্ডও হয়ে যায় বিশ্বকাপে সবচেয়ে বেশি রান টপকে জয়ের। এর আগে রেকর্ডটি ছিল শ্রীলংকার। ১৯৯২ সালে জিম্বাবুয়ের করা ৩১২ রান টপকে জিতেছিল তারা। আর আয়ারল্যান্ডের কেবিন ও’ ব্রায়ান গড়েছেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫০ বলে শতরান করেন তিনি।
১৩টি চার ও ৬টি ছক্কা মেরে শেষ পর্যন্ত ৬৩ বলে ১১৩ রান করে আউট হন। কিন্তু তারপরও দল ৩ উইকেটের জয় পায়। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্টেলিয়ার ম্যাথু হেডেনের। ২০০৭ বিশ্বকাপে তিনি দক্ষিন আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন ৬৬ বলে।
৩শ’র উপরে রান করেও নিশ্চয়তা নেই তা স্মরণ করিয়ে দিল আন্ডারডগ আইরিশরা।
অসম প্রতিযোগিতা হবে ভেবে না দেখে মিস করেছেন অনেকেই এই খেলা। মাঠেও দর্শক ছিল কম। কারণ আগেই অনুমান করা ছিল এটি তেমন জমবে না। ১৫ তম খেলায় এসে এই অঘটনের মধ্য দিয়ে বিশ্বকাপে পুরো উত্তাপ ছড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। হিসেব নিকেশ উল্টেপাল্টে ফেলেছে বি গ্রুপের।
এতে বাংলাদেশের লাভের পাল্লা ভারি হয়েছে। jahiduzzjahiduzzama
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।