একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী।
এসব কি হচ্ছে? যে দলকে সাপোর্ট করছি সেই দলই ভালো করছে। সেদিন ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে প্রাণপণ সাপোর্ট করছিলাম। ইংল্যান্ড একটা চার মানে আর আমাদের বাসায় কি চিৎকার...
ঐদিন ইংল্যান্ড জিতলে অনেক খুশি হতাম। আজকে আয়ারল্যান্ডকে আবার সেদিনের ইংল্যান্ডের মতই সাপোর্ট করছিলাম।
আজকে ওব্রায়ানের খেলা দেখছি আর মনে হচ্ছে আমি আনন্দে আত্মহারা হয়ে যাবো।
শালা বাঘের বাচ্চা...দেখিয়ে দিলো, রেকর্ড কাকে বলে। আইরিশরা কিন্তু আজ দুইটা রেকর্ড করেছে। সব থেকে কম বলে শত রান করে ইতিহাসে নাম লেখালো প্রথম খেলোয়াড় হিসেবে, আইরিশ ব্যাটসম্যান কেভিন ওব্রায়ান...আর সর্বোচ্চ রান চেস করে জেতার রেকর্ডটাও নিজেদের করে নিল আয়ারল্যান্ড।
সব বিশ্বকাপেই আয়ারল্যান্ড একটা চমক দেখায়।
এইবারও তারা চমক দেখালো!
সাব্বাস...আয়ারল্যান্ড...এগিয়ে যাও!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।